বন্দুকভাঙ্গা ইউনিয়ন

বন্দুকভাঙ্গা
ইউনিয়ন
৫নং বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদ
বন্দুকভাঙ্গা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বন্দুকভাঙ্গা
বন্দুকভাঙ্গা
বন্দুকভাঙ্গা বাংলাদেশ-এ অবস্থিত
বন্দুকভাঙ্গা
বন্দুকভাঙ্গা
বাংলাদেশে বন্দুকভাঙ্গা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৩′১৩″ উত্তর ৯২°১১′৪৪″ পূর্ব / ২২.৭২০২৮° উত্তর ৯২.১৯৫৫৬° পূর্ব / 22.72028; 92.19556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলারাঙ্গামাটি জেলা
উপজেলারাঙ্গামাটি সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানবরুণ কান্তি চাকমা
আয়তন
 • মোট৮২.৮৮ বর্গকিমি (৩২.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৮,৬৬৪
 • জনঘনত্ব১০০/বর্গকিমি (২৭০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪২.৯৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৫০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

বন্দুকভাঙ্গা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত রাঙ্গামাটি সদর উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

বন্দুকভাঙ্গা ইউনিয়নের আয়তন ২০,৪৮০ একর (৮২.৮৮ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৭,১৬০জন। এর মধ্যে ৭,১১৮জন বৌদ্ধ, ৩১জন মুসলিম, ১০জন হিন্দু, ১জন খ্রিস্টান ।[]

অবস্থান ও সীমানা

রাঙ্গামাটি সদর উপজেলার সর্ব-উত্তরে বন্দুকভাঙ্গা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।[] এ ইউনিয়নের পশ্চিমে কাপ্তাই হ্রদ, কুতুকছড়ি ইউনিয়নসাপছড়ি ইউনিয়ন; দক্ষিণে বালুখালী ইউনিয়ন; পূর্বে বরকল উপজেলার সুবলং ইউনিয়নলংগদু উপজেলার লংগদু ইউনিয়ন এবং উত্তরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

বন্দুকভাঙ্গা ইউনিয়ন রাঙ্গামাটি সদর উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গামাটি কোতোয়ালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি ৫৯নং বন্দুকভাঙ্গা মৌজা নিয়েই গঠিত।[] এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • কাগত্য
  • কুকি উদন্যা
  • বড়দোনা
  • ঢেবাছড়া
  • মুবাছড়ি
  • ভুর বান্যা
  • উলুছড়ি
  • বাকছড়ি
  • চোংড়াছড়ি
  • মহিষ ভাঙ্গা
  • সাক্রাছড়ি
  • মাচ্চ্যাপাড়া
  • চারিক্ষ্যং মুখ
  • ক্যাংড়াছড়া
  • বোয়ালছড়ি
  • খারিক্ষ্যং
  • কিচিং আদাম
  • তিনগচা পাড়া
  • করাল্যমুড়া
  • ধামাইছড়া
  • দুরখেইয়া
  • বাঘমারা কিচিং
  • সাহস বান্দা
  • মাছ ভারালা ছড়া
  • পলাদ আদাম
  • শৈলেশ্বরী মুখ
  • মনোআদাম
  • কুড়ামারা
  • কুকি পাড়া
  • তংতুল্যা
  • মগ পাড়া
  • যমচুগ বিহার এলাকা
  • সাগু পাড়া
  • উত্তর কিচিং আদাম
  • কুমড়াপাড়া
  • ত্রিপুরাছড়া
  • চেয়ারম্যান পাড়া
  • বামে ত্রিপুরাছড়া
  • তংমুড়া
  • দ্বিমুখীছড়া
  • নোয়াদম
  • তিলক্যাছড়া
  • ভারবুয়াচাপ
  • লেক্ষ্যংছড়া

[]

শিক্ষা ব্যবস্থা

বন্দুকভাঙ্গা ইউনিয়নের সাক্ষরতার হার ৪২.৯৬%।[] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়

[]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • চোংড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • ত্রিপুরাছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

[]

প্রাথমিক বিদ্যালয়
  • করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কিচিং আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খারিক্ষ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চন্দ্র হরি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চোংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ত্রিপুরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দ্বিমুখ্যাছড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধামাইছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নোয়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পলাদ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মহিষভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাচ্চ্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মুবাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সারাধন ঢেবাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

যোগাযোগ ব্যবস্থা

বন্দুকভাঙ্গা ইউনিয়নে যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। রাঙ্গামাটি বনরূপা সমতা ঘাট থেকে ইঞ্জিনবোটে এ ইউনিয়নে যাওয়া যায়।[]

খাল ও নদী

বন্দুকভাঙ্গা ইউনিয়নের পশ্চিম দিকে রয়েছে কাপ্তাই হ্রদ[]

হাট-বাজার

বন্দুকভাঙ্গা ইউনিয়নের প্রধান হাট-বাজার হল বন্দুকভাঙ্গা বাজার।[১০]

দর্শনীয় স্থান

  • যমচুগ
  • সাহসবান্দা ঝর্ণা

[১১]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • অশ্বিনী কুমার চাকমা[১২]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: বরুণ কান্তি চাকমা[১৩]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "রাঙ্গামাটি সদর উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
  3. "যোগযোগ - ৫ নং বন্দুকভাঙ্গা ইউনিয়ন-"bandukbhangaup.rangamati.gov.bd। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৮ 
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; rangamati.gov.bd নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  5. "গ্রাম ভিত্তিক জনসংখ্যা"bandukbhangaup.rangamati.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "মাধ্যমিক বিদ্যালয় - ৫ নং বন্দুকভাঙ্গা ইউনিয়ন-"bandukbhangaup.rangamati.gov.bd 
  7. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয়"bandukbhangaup.rangamati.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41401&union=10[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "খাল ও নদী - ৫ নং বন্দুকভাঙ্গা ইউনিয়ন-"bandukbhangaup.rangamati.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "হাট-বাজার - ৫ নং বন্দুকভাঙ্গা ইউনিয়ন-"bandukbhangaup.rangamati.gov.bd। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৮ 
  11. "দশর্নীয় স্থান - ৫ নং বন্দুকভাঙ্গা ইউনিয়ন-"bandukbhangaup.rangamati.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. "প্রখ্যাত ব্যক্তিত্ব"bandukbhangaup.rangamati.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. "বর্তমান পরিষদ - ৫ নং বন্দুকভাঙ্গা ইউনিয়ন-"bandukbhangaup.rangamati.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!