মাতারবাড়ী ইউনিয়ন

মাতারবাড়ী
ইউনিয়ন
১নং মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ
মাতারবাড়ী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
মাতারবাড়ী
মাতারবাড়ী
মাতারবাড়ী বাংলাদেশ-এ অবস্থিত
মাতারবাড়ী
মাতারবাড়ী
বাংলাদেশে মাতারবাড়ী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪৫′৬″ উত্তর ৯১°৫৪′১″ পূর্ব / ২১.৭৫১৬৭° উত্তর ৯১.৯০০২৮° পূর্ব / 21.75167; 91.90028 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলামহেশখালী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানএস.এম.আবু হায়দার
আয়তন
 • মোট২৬.৪৩ বর্গকিমি (১০.২০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩৬,৩০৯
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭২.৯০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

মাতারবাড়ী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

মাতারবাড়ী ইউনিয়নের আয়তন ৬৫৩২ একর (২৬.৪৩ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মাতারবাড়ী ইউনিয়নের লোকসংখ্যা ৩৬,৩০৯ জন। এর মধ্যে পুরুষ ১৯,০৯০ জন এবং মহিলা ১৭,২১৯ জন।[]

অবস্থান ও সীমানা

মহেশখালী উপজেলার উত্তর-পশ্চিমাংশে মাতারবাড়ী ইউনিয়নের অবস্থান। এটি উপজেলার মূল ভূখণ্ড থেকে আলাদা। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে ধলঘাটা ইউনিয়ন; পূর্বে কোহেলিয়া নদী, কালারমারছড়া ইউনিয়নপেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন; উত্তরে উজানটিয়া নদীপেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন এবং পশ্চিমে কুতুবদিয়া চ্যানেল, কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নবঙ্গোপসাগর অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

মাতারবাড়ী ইউনিয়ন মহেশখালী উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মহেশখালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৫নং নির্বাচনী এলাকা কক্সবাজার-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • সিকদারপাড়া
  • উত্তর পাড়া
  • খন্দকার বিল
  • উত্তর রাজঘাট
  • দক্ষিণ রাজঘাট
  • লাইল্যাঘোনা
  • সাতঘর পাড়া
  • মনহাজীর পাড়া
  • বলির পাড়া
  • মিয়াজী পাড়া
  • পুরানবাজার
  • তিতা মাঝির পাড়া
  • ফুলজান মোরা
  • মাইজ পাড়া
  • মশরফ আলী সিকদার পাড়া
  • মগডেইল
  • দক্ষিণ মগডেইল
  • সর্দার পাড়া
  • সাইরার ডেইল
  • দক্ষিণ সাইরার ডেইল

শিক্ষা ব্যবস্থা

মাতারবাড়ী ইউনিয়নের সাক্ষরতার হার ৭২.৯০%।[] এ ইউনিয়নে রয়েছে:

  • ১টি আলিম মাদ্রাসা
  • ৩টি মাধ্যমিক বিদ্যালয়
  • ২টি দাখিল মাদ্রাসা
  • ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • ৯টি প্রাথমিক বিদ্যালয়
  • ১টি সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা
  • ২টি বালিকা কওমী মাদ্রাসা
  • ৪টি কওমী মাদ্রাসা
  • ১৩টি হাফেজখানা
  • ৬টি এতিমখানা
  • ১৪টি নুরানী মাদ্রাসা
  • ২টি কেজি স্কুল

শিক্ষা প্রতিষ্ঠান

মাদ্রাসা
   কোরআন হেফজখানা ও এতিমখানা]]
মাধ্যমিক বিদ্যালয়

[]

প্রাথমিক বিদ্যালয়
  • মাতারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ মগডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পুরানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাতারবাড়ী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাতার বাড়ী কিন্ডারগার্ডেন প্রি-ক্রেডেট স্কুল

[]

যোগাযোগ ব্যবস্থা

মাতারবাড়ী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল মহেশখালী-বদরখালী-মাতারবাড়ী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম ট্যাক্সি বা রিক্সা। এছাড়া নৌপথেও এ ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

খাল ও নদী

মাতারবাড়ী ইউনিয়নের পূর্ব দিকে কোহেলিয়া নদী, উত্তর দিকে উজানটিয়া নদী এবং দক্ষিণ দিকে ধলঘাট ইউনিয়ন ও পশ্চিম দিকে রয়েছে বঙ্গোপসাগর। এছাড়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে রাঙ্গাখালী খাল।[]

হাট-বাজার

মাতারবাড়ী ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল নতুন বাজার, পুরান বাজার এবং মগডেইল বাজার, বাংলা বাজার, শান্তি বাজার, আলতাফ হোসেন মার্কেট, আনছার মার্কেট।[]

দর্শনীয় স্থান

  • সমুদ্র সৈকত
  • মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎকেন্দ্র
  • মাতার বাড়ী আজিজিয়া জামে মসজিদ
  • মন্দির
  • লবণের চাষ
  • চিংড়ি চাষ

[]

জনপ্রতিনিধি

  • চেয়ারম্যান: []

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "মহেশখালী উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "মাধ্যমিকবিদ্যালয় - মাতারবাড়ী ইউনিয়ন - মাতারবাড়ী ইউনিয়ন"matarbariup.coxsbazar.gov.bd 
  3. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41202&union=02[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "খাল ও নদী - মাতারবাড়ী ইউনিয়ন - মাতারবাড়ী ইউনিয়ন"matarbariup.coxsbazar.gov.bd। ২৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭ 
  5. "হাট বাজারের তালিকা - মাতারবাড়ী ইউনিয়ন - মাতারবাড়ী ইউনিয়ন"matarbariup.coxsbazar.gov.bd 
  6. "দর্শনীয়স্থান - মাতারবাড়ী ইউনিয়ন - মাতারবাড়ী ইউনিয়ন"matarbariup.coxsbazar.gov.bd। ২৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭ 
  7. "এস.এম. আবু হায়দার - মাতারবাড়ী ইউনিয়ন - মাতারবাড়ী ইউনিয়ন"matarbariup.coxsbazar.gov.bd। ২৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ