মানচিত্র
হ্নীলা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন ।
আয়তন
হ্নীলা ইউনিয়নের আয়তন ১৬,৪৮৬ একর (৬৬.৭২ বর্গ কিলোমিটার)।[ ১]
জনসংখ্যা
২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী হ্নীলা ইউনিয়নের লোকসংখ্যা ৬২,৪৬৮ জন। এর মধ্যে ৬০,১২৯জন মুসলিম, ১৫০০জন হিন্দু, ৮৩৩জন বৌদ্ধ, ৫জন খ্রিস্টান ও ১জন অন্যান্য ধর্মের অনুসারী।
[ ২]
অবস্থান ও সীমানা
টেকনাফ উপজেলার পূর্বাংশে হ্নীলা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে হোয়াইক্যং ইউনিয়ন , পশ্চিমে হোয়াইক্যং ইউনিয়ন ও টেকনাফ সদর ইউনিয়ন , দক্ষিণে টেকনাফ সদর ইউনিয়ন এবং পূর্বে নাফ নদী ও মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
হ্নীলা ইউনিয়ন টেকনাফ উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
মরিচ্যা ঘোনা
আলী আকবর পাড়া
রোজার ঘোনা
নাইক্ষ্যংখালী
ওয়াব্রাং
পূর্ব সিকদার পাড়া
ফুলের ডেইল
বাজারপাড়া
গোদাম পাড়া
পূর্ব পানখালী
পশ্চিম পানখালী
পশ্চিম সিকদার পাড়া
দরগাহ পাড়া
নাটমুরা পাড়া
জালিয়া পাড়া
উলুচামরী
লেচুয়াপ্রাং
কোনার পাড়া
গাজী পাড়া
জুম্মা পাড়া
পূর্ব রঙ্গিখালী
রঙ্গীখালী
চৌধুরী পাড়া
উত্তর আলীখালী
দক্ষিণ আলীখালী
লেদা পূর্ব পাড়া
লেদা পশ্চিম পাড়া
মোচনী পাড়া
নয়া পাড়া
জাদী মুরা
দমদমিয়া
নাইক্ষ্যংখালী
[ ৩]
শিক্ষা ব্যবস্থা
হ্নীলা ইউনিয়নের সাক্ষরতার হার ৬৮.৯২%।[ ১] এ ইউনিয়নে ১টি কামিল মাদ্রাসা, ১টি স্নাতক কলেজ, ২টি আলিম মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা (বালিকা), ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
নাইক্ষ্যংখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
[ ৫]
প্রাথমিক বিদ্যালয়
আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়
উলুচামরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
জাদিমুরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়
নাইক্ষ্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
রঙ্গীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়
সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
হ্নীলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়[ ৬]
যোগাযোগ ব্যবস্থা
হ্নীলা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কক্সবাজার-টেকনাফ সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
হ্নীলা ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে নাফ নদী ।
হাট-বাজার
হ্নীলা ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল হ্নীলা বাজার এবং হ্নীলা মৌলভীবাজার।[ ৭]
দর্শনীয় স্থান
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান: রাশেদ মাহমুদ আলী
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ