গর্জনিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ২১.৯৬%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ২টি দাখিল মাদ্রাসা,৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয়, ২টি কেজি স্কুল রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
গর্জনিয়া উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাতা-আলহাজ্ব হাকিম মিঞা চৌধুরী।
পোয়াংগেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাতা-আলহাজ্ব হাকিম মিঞা চৌধুরী
যোগাযোগ ব্যবস্থা
গর্জনিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল রামু-গর্জনিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
গর্জনিয়া ইউনিয়নে ৩৬টি মসজিদ, ৩টি মন্দির ও ১টি বিহার রয়েছে।
গর্জনিয়ার প্রধান মসজিদ গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ।
দাতা ও প্রতিষ্ঠাতা-
মরহুম ছুরুত আলম চৌধুরী।
খাল ও নদী
গর্জনিয়া ইউনিয়নের দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁকখালী নদী। এছাড়া রয়েছে গর্জই খাল ফারি খাল এবং থিমছড়ী খাল।[৩]