বাইশারী ইউনিয়নের আয়তন ৩২,০০০ একর (১২৯.৫০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বাইশারী ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,৩৩৭ জন। এর মধ্যে ১৪,৯৩১জন মুসলিম, ৩০৫৮ জন বৌদ্ধ, ১৮১ জন খ্রিস্টান, ১৬৬ জন হিন্দু ও ১ জন অন্যান্য ধর্মের অনুসারী।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাইশারী ইউনিয়নের সাক্ষরতার হার ৩১.৮%।[১] এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ১টি দাখিল মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
আল-হেরা[৩] তাহফিজুল কুরআন আবেদীয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা[৪]
লাম্বাবিল হোসাইনিয়া দাখিল মাদ্রাসা
নারিসবুনিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা
বাইশারী ইসলামিয় বালিকা মাদ্রাসা
বাইশারী মড়েল নুরানি ইবতেদায়ী মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
আলী মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
ঈদগড় হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
করলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
ক্যায়াংর বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
তুফান আলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
থুইহ্লা অং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
আলীমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
মিরঝিরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মুই অং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
রাঙ্গাঝিরি বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
বাইশারী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কক্সবাজারের অন্তরগত ঈদগাঁও থানার আওতাদ্বিন ঈদগাও বাস স্টেশনের পূর্ব দিকে মুখ করে প্রধান সড়ক হয়ে ঈদগড় অতিক্রম করে বাইশারী বাজার অথবা নাইক্ষ্যংছড়ি-বাইশারী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি,মটরবাইক,টমটম ব্যাটারী চালিত অটোরিক্সা।
হাট-বাজার
বাইশারী ইউনিয়নের প্রধান হাট-বাজার হল বাইশারী বাজার।[৫] ও আলী মিয়া পাড়া নতুন বাজার
↑ কখ"ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য"(পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৯।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)
উদ্ধৃতি ত্রুটি: "বাইশারী উনিয়ন পরিসদ" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="বাইশারী উনিয়ন পরিসদ"/> ট্যাগ পাওয়া যায়নি
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!