ধলঘাট ইউনিয়ন

ধলঘাট
ইউনিয়ন
১০নং ধলঘাট ইউনিয়ন পরিষদ
ধলঘাট চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ধলঘাট
ধলঘাট
ধলঘাট বাংলাদেশ-এ অবস্থিত
ধলঘাট
ধলঘাট
বাংলাদেশে ধলঘাট ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২০′১২″ উত্তর ৯১°৫৮′৯″ পূর্ব / ২২.৩৩৬৬৭° উত্তর ৯১.৯৬৯১৭° পূর্ব / 22.33667; 91.96917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাপটিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানরণবীর ঘোষ
আয়তন
 • মোট১২.৭৬ বর্গকিমি (৪.৯৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৭,৪৩০
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ধলঘাট বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন

ধলঘাট ইউনিয়নের আয়তন ৩,১৫৪ একর (১২.৭৬ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধলঘাট ইউনিয়নের মোট জনসংখ্যা ১৭,৪৩০ জন। এর মধ্যে পুরুষ ৮,৫৭০ জন এবং মহিলা ৮,৮৬০ জন। মোট পরিবার ৩,৪৬৫টি।[]

অবস্থান ও সীমানা

পটিয়া উপজেলার উত্তরাংশে ধলঘাট ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে হাবিলাসদ্বীপ ইউনিয়ন, জঙ্গলখাইন ইউনিয়নদক্ষিণ ভূর্ষি ইউনিয়ন; দক্ষিণে জঙ্গলখাইন ইউনিয়নদক্ষিণ ভূর্ষি ইউনিয়ন; পূর্বে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নকেলিশহর ইউনিয়ন এবং উত্তরে বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নসারোয়াতলী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

ধলঘাট ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • গৈড়লা
  • তেকোটা
  • করণখাইন
  • পশ্চিম ধলঘাট
  • পূর্ব ধলঘাট
  • উত্তর মধ্য ধলঘাট
  • বাগদণ্ডী
  • উত্তর সমুরা
  • ঈশ্বরখাইন
  • আলমপুর
  • দক্ষিণ সমুরা

নামকরণ

লোকমুখে জানা যায়, এই ইউনিয়নে অনেক পুরানো একটি ঘাট ছিল, তার নামানুসারে এই ইউনিয়নের নাম হয় ধলঘাট[] এই ইউনিয়নের গ্রামের তালিকায় মুকুট নাইট বা পশ্চিম মুকুট নাইট, উওর মুকুট নাইট, ও দক্ষিণ মুকুট নাইট ও আছে,যা আপনাদের তালিকায় সংযোজন করা হয়নি।

ইতিহাস

ব্রিটিশ বিরোধী আন্দলোনের বিপ্লবী মাস্টারদা সুর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদারসহ বিপ্লবী আন্দোলনের বিভিন্ন স্থাপনা রয়েছে ধলঘাট ইউনিয়নে। এই ইউনিয়নে রয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তি।[]

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধলঘাট ইউনিয়নের সাক্ষরতার হার ৫৭%।[] এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

স্কুল এন্ড কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঈশ্বরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর ধলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর সমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • করণখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গৈড়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তেকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ সমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম গৈড়লা সুবেশানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাগদণ্ডী বি এস সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মুকুটনাইট হাজী আনসুর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

ধলঘাট ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল পটিয়া-ধরলা সড়ক, পটিয়া-সারোয়াতলী সড়ক এবং কর্ণফুলি-ধলঘাট সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

ধলঘাট ইউনিয়নে ১৯টি মসজিদ ও ৫টি মন্দির রয়েছে। ২০২২ সালে মসজিদের সংখ্যা ২৩টি।

খাল ও নদী

ধলঘাট ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত খালগুলো হল চাঁনপুর খাল, মুন্দরী খাল, কেরিঞ্জা খাল এবং আশিয়াখালী খাল।

হাট-বাজার

ধলঘাট ইউনিয়নের প্রধান হাট/বাজার হল কৃষ্ণখালী বাজার।[]

দর্শনীয় স্থান

  • বীরকন্যা প্রীতিলতা[]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

জনপ্রতিনিধি

  • বর্তমান ইউপি চেয়ারম্যান: রণবীর ঘোষ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd। ২১ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৭ 
  3. "ধলঘাট ইউনিয়নের ইতিহাস - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd। ২১ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৭ 
  4. "এক নজরে - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৭ 
  5. "হাট বাজারের তালিকা - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd 
  6. "দর্শনীয়স্থান - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd। ৩০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ