২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাইন্দং ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭.৭%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
কাঞ্চননগর ডলু রাবার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়
ডলু কামাল বাজার প্রাথমিক বিদ্যালয়
দক্ষিণ পাইন্দং সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
পাইন্দং সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
পাইন্দং সরকারি প্রাথমিক বিদ্যালয়
ফকিরাচাঁন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
বেড়াজালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগিনীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
শ্বেতকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
পাইন্দং ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং পাইন্দং-কাঞ্চননগর সড়ক।
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া অন্যান্য সড়কগুলোর প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
পাইন্দং ইউনিয়নে ১৮টি মসজিদ, ১টি ঈদগাহ ও ২টি মন্দির রয়েছে।
খাল ও নদী
পাইন্দং ইউনিয়নের প্রায় সীমান্তজুড়ে বয়ে চলেছে হালদা নদী।[৬]
হাট-বাজার
পাইন্দং ইউনিয়নের প্রধান হাট/বাজার হল বৃন্দাবন চৌধুরী হাট।[৭]
নয়া বাজার, পাইন্দং ২নং ওয়ার্ড।
দর্শনীয় স্থান
সেকান্দার আলী শাহ'র মাজার; ডলু নতুন বাজারে অবস্থিত।[৮]
হযরত মুনছুর আলী আল মাইজভান্ডারী র' মাজার, বৃন্দাবন হাটের পশ্চিম পাশে হাইদচকিয়া অবস্থিত
মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ডলু নয়া বাজার শাখা, ডলু নতুন বাজার অবস্থিত
↑ কখগ"ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য"(পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)