জলন্তি, পানুয়া, দক্ষিণ পানুয়া, উদাইয়া পাথর, নুরপুর, পাতাছড়ি, পূর্ব পাতাছড়ি, পশ্চিম পাতাছড়ি, নয়দোলং, তাকিয়াছড়ি, হারবাতলী
নামকরণ
ফটিকছড়ি উপজেলার বৃহত্তম ইউনিয়ন হচ্ছে ১নং বাগানবাজার ইউনিয়ন। এটি ফটিকছড়ি উপজেলার মধ্যে সর্ব বৃহৎ এবং সর্ব প্রথম। ৯টি ওয়ার্ড এবং ৫৪ গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়ন। ইউনিয়নের নামকরণ সম্পর্কে জনশ্রুতি রয়েছে যে, এই অঞ্চলে এক সময় কয়েকটি বাগান ছিলো, পরে কোন একটি বাগানের পাশে দোকান হয়। কালক্রমে ঐ দোকান হাটে পরিণত হওয়ায় এলাকাটি বাগানবাজার নামে পরিচিতি।[৩]
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাগানবাজার ইউনিয়নের সাক্ষরতার হার ৪৫.৬%।[১] এ ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা ও ২২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
পূর্ব হলুদিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
বর্ণমালা আদর্শ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
মতিননগর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
মোহাম্মদপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
লালমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
সরকারপাড়া বনানী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
হলুদিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
হাজীপাড়া আদর্শ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
ফটিকছড়ি উপজেলার আওতাধীন বাগানবাজার ইউনিয়ন অত্যন্ত দুর্গম একটি ইউনিয়ন। এ ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল মীরসরাই-রামগড় সড়ক, নাজিরহাট-বাগানবাজার সড়ক এবং ফটিকছড়ি-বাগানবাজার সড়ক।
প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
বাগানবাজার ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনী নদী।[৬]
হাট-বাজার
বাগানবাজার ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল বাগান বাজার, নতুন বাজার, চিকনছড়া বাজার এবং আঁধারমানিক রাস্তার মাথা বাজার।[৭]
↑ কখগ"ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য"(পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)