ভারতীয় রাজ্য ফুটবল লিগসমূহ হল ভারতীয় ফুটবল লিগ পদ্ধতিতে পঞ্চম থেকে নিম্নতম স্তর এবং রাজ্য অ্যাসোসিয়েশন কর্তৃক নিয়ন্ত্রিত ফুটবল লিগসমূহ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এর সদস্য ৩৬টি রাজ্য অ্যাসোসিয়েশনের সাহায্যে এগুলি চালিত হয়।[১]
বিভিন্ন রাজ্য অ্যাসোসিয়েশন তাদের নিজেদের মতো আন্তঃলিগ উত্তরণ ও অবনমন নিয়ন্ত্রণ করে থাকে। সর্বোচ্চ লিগ থেকে জাতীয় ফুটবলের চতুর্থ স্তর আই-লিগ ৩-তে উত্তীর্ণ হওয়া যায়। পূর্বে সরাসরি আই-লিগ ২-তে উত্তীর্ণ হওয়া যেত। সর্বোচ্চ ডিভিশন ইন্ডিয়ান সুপার লিগ ও আই-লিগ ক্লাবগুলিও তাদের নিজেদের রাজ্যের লিগে অংশ নিতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেদের রিজার্ভ দল বা যুব দল মাঠে নামায়।[২][৩] মহিলাদের ক্ষেত্রেও ফেডারেশন একই পদ্ধতি অবলম্বন করে।
উত্তর-পূর্ব ভারত
পূর্ব ভারত
পশ্চিম ভারত
উত্তর ভারত
দক্ষিণ ভারত
আরও দেখুন
তথ্যসূত্র