বিকাস বহল

বিকাস বহল
হিন্দি: विकास बहल
২০১৪ সালে বহল
জন্ম১৯৭১
পেশা
কর্মজীবন২০০৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীঋচা দুবে (তালাকপ্রাপ্ত)
পুরস্কারপূর্ণ তালিকা

বিকাস বহল (হিন্দি: विकास बहल; জন্ম: ১৯৭১) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজকচিত্রনাট্যকার। তিনি কুইন (২০১৪) চলচ্চিত্র রচনা ও পরিচালনার জন্য সুপরিচিত।[] এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার-সহ একাধিক পুরস্কার অর্জন করেন। এর পূর্বে তিনি চিল্লার পার্টি (২০১১) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্রশ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

প্রারম্ভিক জীবন

বহল দিল্লির লাজপত নগরে জন্মগ্রহণ করেন ও বেড়ে ওঠেন। তার পিতা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরি করতেন। সরদার পটেল বিদ্যালয় থেকে পাশ করার পর তিনি দিল্লির রামযশ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি এরপর নরসি মোনজি ব্যবস্থাপন সংস্থা'র শ্রী বিলে পার্লে কেলবানি মণ্ডল (এসভিকেএম'স এনএমআইএমএস) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

বহল ইউটিভি স্পটবয়ের ব্যানারে নিতেশ তিওয়ারির সাথে যৌথভাবে চিল্লার পার্টি (২০১১) চলচ্চিত্র নির্মাণের মধ্যে দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র এবং তিওয়ারি ও বিজয় মৌর্যের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[] ২০১৪ সালে তিনি একক পরিচালক হিসেবে কুইন (২০১৪) চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেন। চলচ্চিত্রটি ব্যবসাসফল এবং বিপুল সমাদৃত হয়।[] বলিউড হাঙ্গামাতরণ আদর্শ চলচ্চিত্রটির "ফর্মুলার-বাইরের চিত্রনাট্য এবং দক্ষ পরিচালনা"র প্রশংসা করেন।[] এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার[] এবং শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার-সহ একাধিক পুরস্কার অর্জন করেন।[]

পুরস্কার ও মনোনয়ন

পুরস্কার প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৩ মে ২০১২ শ্রেষ্ঠ চিত্রনাট্য চিল্লার পার্টি বিজয়ী[]
শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র বিজয়ী
৩ মে ২০১৫ শ্রেষ্ঠ হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কুইন বিজয়ী
ফিল্মফেয়ার পুরস্কার ৩১ জানুয়ারি ২০১৫ শ্রেষ্ঠ পরিচালক কুইন বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রনাট্য মনোনীত[]
১৪ জানুয়ারি ২০১৭ শ্রেষ্ঠ চলচ্চিত্র উড়তা পাঞ্জাব মনোনীত
আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার ৭ জুন ২০১৫ শ্রেষ্ঠ পরিচালক কুইন মনোনীত
শ্রেষ্ঠ কাহিনি বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রনাট্য বিজয়ী[]
১৫ জুলাই ২০১৭ শ্রেষ্ঠ চলচ্চিত্র উড়তা পাঞ্জাব মনোনীত
আইবিএনলাইভ চলচ্চিত্র পুরস্কার ২০১৫ শ্রেষ্ঠ পরিচালক কুইন বিজয়ী
ঘন্টা পুরস্কার ২০১৬ সবচেয়ে বাজে পরিচালক শানদার বিজয়ী
প্রডিউসার্স গিল্ড চলচ্চিত্র পুরস্কার ২০১৫ শ্রেষ্ঠ পরিচালক কুইন বিজয়ী
শ্রেষ্ঠ কাহিনি বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রনাট্য বিজয়ী[]
বিগ স্টার এন্টারটেইনমেন্ট পুরস্কার ২০১৪ সবচেয়ে বিনোদনপ্রদানকারী পরিচালক কুইন বিজয়ী
বলিউড হাঙ্গামা সার্ফার্স চয়েস চলচ্চিত্র পুরস্কার ২০১৫ শ্রেষ্ঠ পরিচালক কুইন মনোনীত
স্ক্রিন পুরস্কার ২০১৫ শ্রেষ্ঠ পরিচালক কুইন বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রনাট্য মনোনীত[]
২০১৭ শ্রেষ্ঠ চলচ্চিত্র উড়তা পাঞ্জাব মনোনীত
স্টারডাস্ট পুরস্কার ২০১৪ শ্রেষ্ঠ পরিচালক কুইন বিজয়ী

তথ্যসূত্র

  1. "Bollywood loves Vikas Bahl's Queen"দ্য টাইমস অব ইন্ডিয়া। ৫ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩ 
  2. গুপ্তা, প্রিয়া (২৮ ফেব্রুয়ারি ২০১৪)। "Politics excites me as much as movies do: Vikas Bahl"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩ 
  3. "59th National Film Awards for the Year 2011 Announced"। প্রেস ইনফরমেশন ব্যুরো, ভারত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩ 
  4. আদর্শ, তরণ (৬ মার্চ ২০১৪)। "Queen Movie Review"বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩ 
  5. "62nd National Film Awards' winners: 'Haider' wins five, Kangana Ranaut's 'Queen' two"দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ২৪ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩ 
  6. "60th Britannia Filmfare Awards 2014: Complete list of winners"দ্য টাইমস অব ইন্ডিয়া। ৩১ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!