শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)

শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পৃষ্ঠপোষকচলচ্চিত্র উৎসব অধিদপ্তর
পূর্বের নামশ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্রের জন্য প্রধানমন্ত্রীর স্বর্ণ পদক
পুরস্কার
  • স্বর্ণ কমল
  •  ১৫০০০০ (ইউএস$ ১,৮৩৩.৫)
প্রথম পুরস্কৃত১৯৫৪
সর্বশেষ পুরস্কৃত২০২১
সাম্প্রতিক বিজয়ীগান্ধী অ্যান্ড কো.
সারাংশ
মোট পুরস্কৃত৫৮
প্রথম বিজয়ীখেলা ঘর

শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতিষ্ঠিত সংস্থা চলচ্চিত্র উৎসব অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বার্ষিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একটি বিভাগ। এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহের জন্য প্রদত্ত বেশ কয়েকটি পুরস্কারের মধ্যে একটি এবং বিজয়ীদের 'স্বর্ণ কমল' দিয়ে ভূষিত করা হয়।

পুরস্কারটি ১৯৫৪ সালে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রবর্তিত হয় এবং সারা দেশে সমস্ত ভারতীয় ভাষায় নির্মিত সেরা শিশুতোষ চলচ্চিত্রসমূহের জন্য পুরস্কার দেওয়া হয়। এখন পর্যন্ত হিন্দি ২৮টি পুরস্কার, বাংলা ৭টি পুরস্কার, মালায়ালামকন্নড় ৬টি করে পুরস্কার, ইংরেজি ৫টি পুরস্কার, মারাঠি ৩টি পুরস্কার, এবং তামিল, তেলুগু, ওড়িয়াঅসমীয়া ১টি করে পুরস্কার অর্জন করেছে।

বিজয়ীরা

পুরস্কার বিজয়ীরা 'স্বর্ণ কমল' ও নগদ পুরস্কার পেয়ে থাকেন। বছর অনুযায়ী পুরস্কার বিজয়ীদের তালিকা নিম্নরূপ:

কিংবদন্তি পুরস্কার
*
শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্রের জন্য 'স্বর্ণ কমল'
*
দ্বিতীয় শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্রের জন্য মেধার সনদ
*
তৃতীয় শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্রের জন্য মেধার সনদ
*
শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্রের জন্য মেধার সনদ
*
সেই বছরের যৌথ বিজয়ী নির্দেশ করে

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:National Film Award Best Children's Film