পুদুচেরি (কেন্দ্রশাসিত অঞ্চল)

পুদুচেরি
তামিল: புதுச்சேரி
ফরাসি: Pondichéry

পন্ডিচেরি
কেন্দ্রশাসিত অঞ্চল
পুদুচেরির অফিসিয়াল লোগো
পুদুচেরির সিল
ভারতের মানচিত্রে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের অবস্থান
ভারতের মানচিত্রে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের অবস্থান
স্থানাঙ্ক: ১১°৫৬′ উত্তর ৭৯°০৮′ পূর্ব / ১১.৯৩° উত্তর ৭৯.১৩° পূর্ব / 11.93; 79.13
দেশ ভারত
গঠন৭ জানুয়ারী, ১৯৬৩
রাজধানী এবং সর্বাধিক জনবহুল শহরপুদুচেরি
জেলা
সরকার
 • উপরাজ্যপালতামিলিসাই সুন্দরারাজন
 • মুখ্যমন্ত্রীN. Rangaswamy (AINRC)
 • আইনসভাUnicameral (33*seats)
আয়তন
 • মোট৪৯২ বর্গকিমি (১৯০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১২,৪৪,৪৬৪
 • ক্রমদ্বিতীয়
 • জনঘনত্ব২,৫০০/বর্গকিমি (৬,৬০০/বর্গমাইল)
সময় অঞ্চলভারত মান সময় (ইউটিসি+৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডIN-PY
সরকারি ভাষাতামিল
মালয়ালম
তেলুগু
ফরাসি
ওয়েবসাইটwww.py.gov.in [][]
^* 30 elected, 3 nominated

পুদুচেরি (তামিল: புதுச்சேரி, প্রতিবর্ণী. পুতুচ্চেরি, ফরাসি: Pondichéry, প্রতিবর্ণী. পোঁদিশেরি, পূর্বনাম পন্ডিচেরি) হল ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এটি একটি প্রাক্তন ফরাসি উপনিবেশ। চারটি অসংলগ্ন ছিটমহল বা জেলা নিয়ে গঠিত। অঞ্চলের নামকরণ হয়েছে বৃহত্তম পুদুচেরি জেলার নাম অনুসারে। একে "প্রাচ্যের ফরাসি রিভিয়েরা"ও বলা হয়। সেপ্টেম্বর, ২০০৬ নাগাদ ফরাসি নাম 'পন্ডিচেরি' বদলে তামিল নাম 'পুদুচেরি' রাখা হয়।[]

ভারতের ফরাসি উপনিবেশসমুহ নিয়েই এই কেন্দ্র শাসিত অঞ্চল গঠিত ৷ ১৯৫৪ সালের ১ নভেম্বর ফরাসি সরকার ভারতের সমস্ত উপনিবেশগুলি বিনাশর্তে ভারতের কাছে সমার্পন করেন ৷ ভারতের ইতিহাসে এই ঘটনাকে "ডি ফ্যাক্টো ট্রান্সফার অফ পন্ডিচেরি" বলা হয় ৷ পন্ডিচেরির বহু মানুষ ফরাসি নাগরিকত্ব গ্রহণ করেন। ফরাসি উপনিবেশগুলি হল চন্দননগর, কারাইকল, পুদুচেরি, মাহে এবং ইয়ানম। পরবর্তীকালে চন্দননগরের স্থানীয় মানুষের গণদাবী অনুযায়ী এটিকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয় ৷ বাকি চারটি উপনিবেশ নিয়ে পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় ৷ ১ নভেম্বরকে এখানে স্থানীয় স্বাধীনতা দিবস বা "ডি ফ্যাক্টো মার্জার ডে" হিসাবে পালন করা হয়।

অবস্থান

পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটি দক্ষিণ ভারতীয় উপদ্বীপে অবস্থিত। কেন্দ্রশাসিত অঞ্চলের পুদুচেরি জেলাটি উত্তরে তামিলনাড়ুর ভিলুপ্পুরম ও দক্ষিণে কডলুর জেলা দ্বারা; কারাইকল জেলাটি উত্তরে ময়িলাড়ুতুরাই, পশ্চিমে তিরুভারুর ও দক্ষিণে নাগপত্তনম জেলা দ্বারা; ইয়ানম জেলাটি অন্ধপ্রদেশের পূর্ব গোদাবরী জেলা দ্বারা এবং মাহে জেলাটি উত্তরে কেরালার কণ্ণুর ও দক্ষিণে কালিকট জেলা দ্বারা পরিবেষ্টিত।[]

ধর্ম

পুদুচেরির ধর্ম

  ইসলাম (৬%)

শিক্ষা প্রতিষ্ঠান

রাজ্যের কারাইকাল-এ একটি ২০১০ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রযুক্তিক প্রতিষ্ঠান রয়েছে।

তথ্যসূত্র

  1. "Press Release" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। Government of Puducherry Directorate of Information Technology। ১১ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. "NIC Puducherry"। Pon.nic.in। ৭ নভেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪ 
  3. Bill to rename Pondicherry as Puducherry passed <http://www.hindu.com/2006/08/22/stories/2006082207481000.htm ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ অক্টোবর ২০১২ তারিখে>.
  4. https://www.mapsofindia.com/maps/pondicherry/tehsil/

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!