জোহানেস ডিডেরিক ভ্যান ডার ওয়ালসনেদারল্যান্ডের বিখ্যাত বিজ্ঞানী এবং তাপগতিবিদ্যাবিশারদ। তিনি গ্যাস এবং তরলেরঅবস্থার সমীকরণের উপর বিস্তর গবেষণা পরিচালনা করেন। এছাড়াও তিনি আন্তঃআণবিক বল আবিষ্কার করেন যা বর্তমানে ভ্যান ডার ওয়ালস বল নামে খ্যাত। এই আবিষ্কারের ফলেই গ্যাস ও তরলের চাপ, আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়েছিলো। তিনি ১৮৫৭ সালে বিজ্ঞানী রুডল্ফ ক্লসিয়াস রচিত গতির প্রকৃতি বা তাপের উপর একটি নিবন্ধের সারাংশ পাঠ করেন। এই নিবন্ধের সারাংশই তাকে তার জীবনভর কাজের লক্ষ্য নির্দিষ্ট করে দিয়েছিলো। ভ্যান ডার ওয়ালস গ্যাস এবং তরলের অবস্থা সমীকরণ নিয়ে তার কাজের জন্য পদার্থবিজ্ঞানে ১৯১০ সালে নোবেল পুরস্কার জিতেছিলেন।[১]
Scientists of the Dutch School Van der Waals, Royal Netherlands Academy of Arts and Sciences
Albert van Helden Johannes Diderik van der Waals 1837 – 1923 In: K. van Berkel, A. van Helden and L. Palm ed., A history of Science in the Netherlands. Survey, Themes and Reference (Leiden: Brill, 1999) 596 - 598.