অধ্যাপক রবার্ট অ্যান্ড্রুজ মিলিকান (১৮৬৮ - ১৯৫৩) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। [২] তিনি ইলেকট্রনের আধান নির্ণয় এবং আলোকতড়িৎ ক্রিয়া বিষয়ে গবেষণার জন্য ১৯২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। [৩] পরবর্তীকালে তিনি মহাজাগতিক রশ্মির উপরও পরীক্ষা চালান।