মার্টিন লুইস পার্ল

মার্টিন লুইস পার্ল
মার্টিন লুইস পার্ল
জন্ম (1927-06-24) ২৪ জুন ১৯২৭ (বয়স ৯৭)
মৃত্যু৩০ সেপ্টেম্বর ২০১৪(2014-09-30) (বয়স ৮৭)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনNYU-Poly and কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণটাউ লেপটন
পুরস্কার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯৫)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহমিশিগান বিশ্ববিদ্যালয়
স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরী
লিভারপুল বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাইসিদোর ইজাক রাবি
ডক্টরেট শিক্ষার্থীসামুয়েল ছাও ছুং থিং

মার্টিন লুইস পার্ল একজন মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি টাউ লেপটন আবিষ্কারের জন্য ১৯৯৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।

জীবনী

পার্ল ১৯৫৫ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন ১৯৪৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী রাবি। তিনি তার কর্মজীবনের অধিকাংশ সময় মিশিগান বিশ্ববিদ্যালয় এবং স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরী এ ব্যয় করেন। সম্প্রতি তিনি লিভারপুল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।

সম্মাননা

সম্মানসূচক ডক্টরেট, ইউনিভার্সিটি অব বেলগ্রেড, ২০০৯

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!