জামনগর বিমানবন্দর [৩] হল ভারতের গুজরাত রাজ্যের একটি বিমানবন্দর। এই বিমানবন্দরটি জামনগর শহরে অবস্থিত। এটি ভারতীয় বায়ুসেনার অধীনস্থ। এই বিমানবন্দর থেকে ব্যক্তিগত ও বাণিজ্যিক উভয় বিমান চলাচল করে। ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে যাত্রী চলাচল বেড়েছে ১৫% হারে। এই বিমানবন্দরে সেনাবাহিনীর জাগুয়ার স্কোয়াড ডন রয়েছে। ২০০৬ সালে এটি ভারতের সেরা বিমান ফিল্ডের সম্মান পেয়েছে।