সিয়াচেন হিমবাহহিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালার ৩৫°৩০′ উত্তর৭৭°০০′ পূর্ব / ৩৫.৫° উত্তর ৭৭.০° পূর্ব / 35.5; 77.0 অবস্থান অক্ষাংশে ভারত-পাকিস্তাননিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্বদিকে অবস্থিত।[২] ৭০ কিমি দীর্ঘ কারাকোরামের বৃহত্তম ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অমেরুপ্রদেশীয়।[৩] এই হিমবাহটি ভারতের নিয়ন্ত্রণাধীন।[৪][৫][৬][৭] ভারত এখানে পৃথিবীর উচ্চতম হেলিপ্যাডটি নির্মাণ করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২১,০০০ ফুট উঁচুতে এই হিমবাহেই পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রটি অবস্থিত। পাকিস্তান সল্টোরিও রিজের পশ্চিমে এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে,[৮] যা সিয়াচেন হিমবাহের পশ্চিমে অবস্থিত, পাকিস্তানি পোস্টগুলি রিজটিতে ৩০০০ ফুট নীচে ১০০ টিরও বেশি ভারতীয় পোস্ট অবস্থিত।[৯][১০]
উদ্ভিদ ও প্রাণীকূল
সিয়াচেন অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীকূল এখানকার বিপুল সেনাবাহিনী দ্বারা প্রভাবিত হয়। এখানে কিছু বিরল প্রজাতি, যেমন বাদামি ভাল্লুক হুমকির মুখে আছে এখানকার বিপুল সেনাবাহিনীর কারণে।[১১][১২]
↑Lyon, Peter, 1934- (২০০৮)। Conflict between India and Pakistan : an encyclopedia। Santa Barbara, Calif.: ABC-CLIO। আইএসবিএন978-1-57607-713-9। ওসিএলসি312746657।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (link)
↑"Fedchenko Glacier"। Encyclopedia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৭। তাজিকিস্থানের Fedchenko Glacier এই ক্যাটাগরিতে সবচেয়ে বড়