দুইয়ের মধ্যে এক: est – Estonian (generic) ekk – Standard Estonian
এস্তোনীয় ভাষা (এস্তোনীয় ভাষায়: eesti keelⓘ; আ-ধ্ব-ব: [ˈeːsti ˈkeːl]) একটি ফিন্নো-উগ্রীয় ভাষা, যা এস্তোনিয়ার সরকারি ভাষা। এস্তোনিয়ার প্রায় ১১ লক্ষ লোক এবং এস্তোনিয়ার বাইরের অনেক অভিবাসী সম্প্রদায়ের মানুষ ভাষাটিতে কথা বলেন।[১] ফিনীয় ভাষার সাথে এস্তোনীয় ভাষার অনেক সাদৃশ্য আছে।
তথ্যসূত্র
↑"Estonian in a world context"। www.estonica.org (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২৬।