জিম্বাবুয়ের সিরিজের ১ম তিনটি ম্যাচেই পরাজিত হয়, অপরদিকে বাংলাদেশ ও আফগানিস্তান ফাইনালে অগ্রসর হয়।[৩] কিন্তু বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচের দিন কোন খেলা সম্ভব হয়নি, ফলে বাংলাদেশ ও আফগানিস্তান ট্রফি ভাগাভাগি করে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।।[৪][৫]
পটভূমি
মুলত, আফগানিস্তান ক্রিকেট দলের একটি টেস্ট ও ২টি টি২০আই ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফরের সূচী নির্ধারিত ছিল অক্টোবর ২০১৯ এ।[২][৬] ২৭ জুন ২০১৯, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) উভয়ে সম্মিলিত ঘোষণা দেয় যে, দ্বিপক্ষীয় সিরিজটিকে ত্রি-দেশীয় সিরিজে রূপান্তর করা হবে। তৃতীয় দল হিসাবে তাদের সাথে যোগ দেবে জিম্বাবুয়ে। ত্রি-দেশীয় সিরিজটি শুরু হয় ১৩ সেপ্টেম্বর ও এর ফাইনাল নির্ধারিত হয় ২৪ সেপ্টেম্বর[৭][৮][৯]
যদিও, জুলাই ২০১৯ এ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জিম্বাবুয়ে ক্রিকেটকে স্থগিত করে, সেই সাথে জিম্বাবুয়ে দলের জন্য আন্তর্জাতিক কোন প্রতিযোগিতায় অংশগ্রহণও রহিত করা হয়।[১০][১১] আইসিসির স্থগিতাদেশ থাকা স্বত্ত্বেও জিম্বাবুয়ে ক্রিকেট নিশ্চিত করে যে, তারা এখনও আইসিসি সদস্য দেশের সাথে ত্রি-দেশীয় সিরিজ খেলতে পারবে।[১২] ২০১৯ এর আগস্টে বিসিবি উক্ত সিরিজের সময়সূচী প্রকাশ নিশ্চিত করে।[১৩][১৪]
২০১৯ ক্রিকেট বিশ্বকাপ পরবর্তী, বিশ্বকাপের সকল খেলায় পরাজিত হওয়ায়, রশীদ খানকে ক্রিকেটের সকল ফরম্যাটের জন্য আফগান ক্রিকেট দলের অধিনায়ক নিযুক্ত করা হয়।[১৫][১৬][১৭] জিম্বাবুয়ে'র অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা, উক্ত সিরিজ পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন।[১৮] এই সিরিজের পরপরই জিম্বাবুয়ে, সিঙ্গাপুরে আরো একটি ত্রি-দেশীয় সিরিজ খেলে।[১৯]