রোমান পোলান্‌স্কি

রোমান পোলান্‌স্কি
২০১৩ সালে কান চলচ্চিত্র উৎসবে পোলান্‌স্কি
জন্ম
রাজমুন্দ রোমান থিয়েরি পোলান্‌স্কি

(1933-08-18) ১৮ আগস্ট ১৯৩৩ (বয়স ৯১)[]
নাগরিকত্বপোলীয়ফরাসি
মাতৃশিক্ষায়তনন্যাশনাল ফিল্ম স্কুল, উচ
পেশাপরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, অভিনেতা
কর্মজীবন১৯৫৪–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
রোজামারিস বেবি, চায়নাটাউন, দ্য পিয়ানিস্ট
শৈলীমনস্তাত্ত্বিক, অর্ধবাস্তব, নয়ার, ব্ল্যাক কমেডি
দাম্পত্য সঙ্গী
সন্তান২ (কন্যা ও পুত্র)

রোমান পোলান্‌স্কি (পোলীয়: Roman Polański) (জন্ম ১৮ই আগস্ট, ১৯৩৩) একজন পোলীয় চলচ্চিত্র পরিচালক।[] তার প্রথমদিককার পরিচালিত বিখ্যাত ছবির মধ্যে রয়েছে রোজমেরিস বেবি (১৯৬৮) এবং চায়নাটাউন (১৯৭৪)। এছাড়াও ব্যক্তিগত জীবনের দুঃখজনক ঘটনার জন্য তিনি পরিচিত - তার অন্তঃসত্বা স্ত্রী অভিনেত্রী শ্যারন টেইটকে ১৯৬৯ সালে চার্লস ম্যানসনের অনুসারীরা হত্যা করে। ১৯৭৮ সালে পোলানস্কি ১৩ বছর বয়স্ক এক কিশোরীর সাথে যৌন সংসর্গের অপরাধ স্বীকার করে ইউরোপে পালিয়ে যান। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরলে বিচারের সম্মুখীন হতে হবে, এ জন্য তিনি আর ফেরত আসেননি। ইউরোপ থেকেই তিনি চলচ্চিত্র পরিচালনা অব্যাহত রাখেন। তার এই সময়ের বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ফ্র‌্যান্টিক (১৯৮৮), এবং একাডেমি পুরস্কারপ্রাপ্ত দ্য পিয়ানিস্ট (২০০২)।

প্রারম্ভিক জীবন

পোলান্‌স্কি ১৯৩৩ সালের ১৮ই আগস্ট ফ্রান্সের প্যারিস শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা বুলা (জন্মনাম কাৎজ-প্রৎজেবর্স্কা)[] এবং পিতা রিসজার্ড পোলান্‌স্কি একজন চিত্রশিল্পী ও ভাস্কর্য নির্মাতা, যিনি লাইবেরিং থেকে তার পরিবারের নাম পরিবর্তন করেছেন। তার মায়ের তার পূর্বের স্বামীর আনেথ নামে একটি মেয়ে ছিল। আনেথ আউশভিত্জকে বেঁচে যায়, যেখানে তার মা মারা যান এবং পোল্যান্ড ছেড়ে চিরতরে ফ্রান্স চলে আসেন। পোলান্‌স্কির বাবা ইহুদি ছিলেন এবং পোল্যান্ডের অধিবাসী ছিলেন; পোলানস্কি এর মা রাশিয়ায় জন্মগ্রহণ করেন এবং রোমান ক্যাথলিক হিসেবে বেড়ে ওঠেন এবং অর্ধ-ইহুদি বংশধর ছিলেন। পোলান্‌স্কির বাবা-মা উভয়ই আজ্ঞেয়বাদী ছিলেন। পোলান্‌স্কি পোলীয় প্রজাতন্ত্রের শিক্ষা ব্যবস্থা দ্বারা প্রভাবিত ছিলেন এবং তার চলচ্চিত্র রোজমারিস বেবির এক সাক্ষাত্কারে তিনি বলেন, "আমি একজন নাস্তিক"।[]

পোল্যান্ডে প্রারম্ভিক কর্মজীবন

উচের ওয়াক অব ফেমে পোলান্‌স্কির নাম খচিত তারকা।

পোলান্‌স্কি পোল্যান্ডের তৃতীয় বৃহত্তম শহর উচের ন্যাশনাল ফিল্ম স্কুল পড়াশুনা করেন। ১৯৫০ এর দশকে, পোলান্‌স্কি আন্দ্রজেয় ভায়দা'র পোকোলনি (প্রজন্ম, ১৯৫৪) এবং একই বছর সিলিক স্টার্নফেল্ডের জাকজারোয়ানি রোভার (জাদুকরী বাইসাইকেল) চলচ্চিত্রে অভিনয় করেন। পোলান্‌স্কি পরিচালনার অভিষেক ঘটে ১৯৫৫ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রোভার (সাইকেল) দিয়ে। রোভার হল একটি আধা-আত্মজীবনীমূলক চলচ্চিত্র এবং পোলান্‌স্কি এতে অভিনয়ও করেন। এতে তার বাস্তব জীবনের একটি সহিংস চক্রের কথা উল্লেখ করেছেন, যেখানে দেখানো হয়েছে এক কুখ্যাত ক্রাকো ফেলোন, ইয়ানুশ ডিজুবা, পোলান্‌স্কির সাইকেল বিক্রি করে দিতে চেয়েছিল কিন্তু পরিবর্তে তাকে মারধর করে এবং তার টাকা চুরি করে পালিয়ে যায়। বাস্তব জীবনে পোলান্‌স্কির মাথার খুলি ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় সে গ্রেফতার হয়, এবং আরও আটটি অপরাধের মধ্যে তিনটি হত্যার জন্য তার মৃত্যুদন্ড কার্যকর হয়। উচে তার পড়াশোনার সময় তিনি আরও বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছায়াছবি তাকে স্বীকৃতি এনে দেয়, বিশেষ করে ডভায় লুডজি জ শাফাঁ (১৯৫৮) এবং গডাই স্পাডায়া আনিওউ (১৯৫৯)। তিনি ১৯৫৯ সালে স্নাতক সম্পন্ন করেন।

চলচ্চিত্রের তালিকা

পরিচালিত

নং
[]
চলচ্চিত্রের শিরোনাম মুক্তির
বছর
ধরন রটেন টম্যাটোস
রেটিং (১০০)[]
রোভার ১৯৫৫ স্বল্পদৈর্ঘ্য
রৎজবিজেমি ৎজাবাউই ১৯৫৭ স্বল্পদৈর্ঘ্য
উস্মিয়েচ জেবিচৎজনি ১৯৫৭ স্বল্পদৈর্ঘ্য
মর্ডেরস্টো ১৯৫৭ স্বল্পদৈর্ঘ্য
ডভায় লুডজি জ শাফাঁ ১৯৫৮ স্বল্পদৈর্ঘ্য
লাম্পা ১৯৫৯ স্বল্পদৈর্ঘ্য
গডাই স্পাডায়া আনিওউ ১৯৫৯ স্বল্পদৈর্ঘ্য, ড্রামা
লে গ্রস এত্‌ লে মাইগ্রে ১৯৬১ স্বল্পদৈর্ঘ্য, কমেডি, সঙ্গীত
ৎসাকি ১৯৬২ কমেডি, স্বল্পদৈর্ঘ্য
১০ নজ উ উডজি ১৯৬২ ড্রামা ১০০%
১১ লা প্লুস বেলে এস্ক্রোকোয়েরিস দু মন্দে ১৯৬৪ কমেডি, ক্রাইম
১২ রিপালসন ১৯৬৫ হরর, থ্রিলার ১০০%
১৩ কুল-দে-সাক ১৯৬৬ কমেডি, ড্রামা, থ্রিলার ৮৬%
১৪ দ্য ফেয়ারলেস ভ্যাম্পায়ার কিলার্স ১৯৬৭ কমেডি, হরর ৬৭%
১৫ রোজমেরিস বেবি ১৯৬৮ ড্রামা, হরর, রহস্য ৯৯%
১৬ ম্যাকবেথ ১৯৭১ ড্রামা ৮৬%
১৭ উইকেন্ড অব আ চ্যাম্পিয়ন ১৯৭২ প্রামাণ্য চিত্র
১৮ হোয়াট? ১৯৭২ কমেডি
১৯ চায়নাটাউন ১৯৭৪ ক্রাইম, ড্রামা, রহস্য ৯৮%
২০ লা লোকাটায়ার ১৯৭৬ থ্রিলার ৯০%
২১ তেস ১৯৭৯ ড্রামা, রোমান্স ৮৫%
২২ পাইরেটস ১৯৮৬ অ্যাডভেঞ্চার, কমেডি, পারিবারিক ৩৩%
২৩ ফ্র্যান্টিক ১৯৮৮ ক্রাইম, ড্রামা, রহস্য ৭৮%
২৪ বিটার মুন ১৯৯২ ড্রামা, রোমান্স, থ্রিলার ৬৩%
২৫ দ্য কিং অব অ্যাডস ১৯৯৩ প্রামাণ্য চিত্র
২৬ ডেথ অ্যান্ড দ্য মেইডেন ১৯৯৪ ড্রামা, রহস্য, থ্রিলার ৮৪%
২৭ দ্য নাইন্‌থ গেট ১৯৯৯ রহস্য, থ্রিলার ৪২%
২৮ দ্য পিয়ানিস্ট ২০০২ জীবনী, ড্রামা, ইতিহাস ৯৬%
২৯ অলিভার টুইস্ট ২০০৫ ক্রাইম, ড্রামা ৬০%
৩০ টু ইচ হিজ ওন সিনেমা ২০০৭ কমেডি, ড্রামা
৩১ গ্রিড, আ নিউ ফ্রাগ্রেন্স বাই ফ্রান্সেস্কো ভেজ্জলি ২০০৯ স্বল্পদৈর্ঘ্য
৩২ দ্য ঘোস্ট রাইটার ২০১০ রহস্য, থ্রিলার ৮৩%
৩৩ কার্নেজ ২০১১ কমেডি, ড্রামা ৭১%
৩৪ আ থেরাপি ২০১২ স্বল্পদৈর্ঘ্য, কমেডি
৩৫ লা ভেনাস অ লা ফরুর ২০১৪ ড্রামা ৮৯%
৩৬ দাপ্রেস উন হিস্তোয়ার ভ্রাই ২০১৭ ড্রামা, ইতিহাস ৪২%

পাদটীকা

  1. রোমান পোলানস্কি মোট কতটি সিনেমা নির্মাণ করেছেন তা বোঝানোর জন্য এই কলামে নম্বর উল্লেখ করা হয়েছে; নম্বরে ক্লিক করলে উক্ত সিনেমার আইএমডিবি পাতায় যাওয়া যাবে।

তথ্যসূত্র

  1. "Monitor"। Entertainment Weekly (1220/1221)। Aug 17/24, 2012। পৃষ্ঠা 28।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "Polish court to decide on Polanski's extradition on October 30"রয়টার্স। ২২ সেপ্টেম্বর ২০১৬। 
  3. "Roman Polanski – Biography"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৭ 
  4. "Roman Polański i Emmanuelle Seigner"। Znane Pary। ২৬ ডিসেম্বর ২০১২। ১০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৭ 
  5. Cronin, Paul (২০০৫)। Roman Polanski: Interviews। University Press of Mississippi। পৃষ্ঠা 17। আইএসবিএন 1578067995 
  6. রটেন টম্যাটোসে রোমান পোলান্‌স্কির চলচ্চিত্র

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!