মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় হল ভারতের তেলেঙ্গানা অঙ্গরাজ্যের হায়দ্রাবাদ শহরে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয় ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এবং ইসলাম ও উর্দু সাহিত্যের পণ্ডিত মৌলানা আবুল কালাম আজাদের নামানুসারে। ২০১৫ সালে অন্ধ্রপ্রদেশ অঙ্গরাজ্যের কর্নুল শহরে অপর একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পূর্ব পর্যন্ত এটিই ছিল ভারতের একমাত্র উর্দু বিশ্ববিদ্যালয়।
১৯৯৮ সালের জানুয়ারি মাসে এক সংসদীয় আইনের বলে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি ২০১৬ সালে জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল (এনএএসি) থেকে "এ" গ্রেড লাভ করে।[২] বিশ্ববিদ্যালয়টি প্রশাসনিক দপ্তর হায়দ্রাবাদের গাচিবোলিতে ২০০ একর জমিতে অবস্থিত।
বিশ্ববিদ্যালয়টির লখনৌতে একটি স্যাটেলাইট ক্যাম্পাস ও শ্রীনগরে একটি ক্যাম্পাস রয়েছে। ভোপাল, দ্বারভাঙা, শ্রীনগর, আওরঙ্গবাদ, সম্ভল, আসানসোল, নুহ ও বিদরের টিচার এডুকেশন কলেজগুলোকে এই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন অ্যান্ড ট্রেনিং নির্দেশনা প্রদান করে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বেঙ্গালুরু, দরভঙ্গ ও হায়দ্রাবাদে তিনটি পলিটেকনিক কলেজ ও তিনটি আইটিআই এবং দরভঙ্গ, হায়দ্রাবাদ ও নুহে তিনটি উর্দু মডেল স্কুল পরিচালিত হয়।
এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম ৭টি শাখায় বিভক্ত।[৩]
সাতটি শাখার অধীনস্থ বিভাগসমূহ হল