বিমানবাহিনী প্রধান বা চীফ অব দ্যা এয়ার স্টাফ হচ্ছে ভারতীয় বিমানবাহিনীর সর্বোচ্চ পদ।[৩] পদটি সংক্ষেপে সিএএস নামে পরিচিত। বর্তমান বিমানবাহিনী প্রধান হচ্ছেন এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া যিনি ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে দায়িত্ব গ্রহণ করেন।[৪][৫][৬]
এই পদটি প্রথমে একজন এয়ার কমোডোরের হাতে থাকত (১৯১৯-১৯২৩), এরপর একজন এয়ার মার্শালের হাতে (১৯২৩-১৯২৯) এবং সবশেষে একজন এয়ার মার্শালের হাতে (১৯২৯-১৯৬৫)। ১৯৬৬ সালে পদটি এয়ার চীফ মার্শাল পদবীতে উন্নীত হয়। ভারতীয় বিমানবাহিনীর সর্বোচ্চ পদবী (র্যাঙ্ক) হচ্ছে 'মার্শাল অব দ্যা ইন্ডিয়ান এয়ার ফোর্স' যেটা কেবলমাত্র আজ অবধি অর্জন সিংহই পেয়েছেন।
(১৯৪৭ সালের ১৫ই আগস্ট রাজকীয় ভারতীয় বিমানবাহিনীর একটি অংশ রাজকীয় পাকিস্তান বিমানবাহিনী নামে আত্মপ্রকাশ করে)
নিচের তালিকাটি ভারতের স্বাধীনতার পর বিমানবাহিনী প্রধানের নির্দেশ করছে।[৮]
(**ব্রিটিশ কর্মকর্তা)
এই পদবীটি কেবলমাত্র একজন পেয়েছেন: