এটি ফিলিপাইনে অবস্থিত কূটনৈতিক মিশনসমূহের একটি তালিকা। মেট্রো ম্যানিলায় ৬৫টি দূতাবাস ও ২টি মিশন রয়েছে। অন্য দেশের রাজধানীতেও অনেক দেশের স্বীকৃত মিশন রয়েছে।
ম্যানিলায় এসকল মিশনকে দূতাবাস নামে অভিহিত করা হয়। যেগুলোর বেশীরভাগই ম্যানিলা প্রপারের তুলনায় মাকাটিতে অবস্থিত। মেট্রো ম্যানিলার অন্যত্রও মিশন রয়েছে।[১]
অবস্থিত শহর অনুযায়ী লিপিবদ্ধ
টেমপ্লেট:Foreign relations of the Philippines