নামবর-দৈগ্রুং অভয়ারণ্য |
---|
অবস্থান | আসাম, ভারত |
---|
নিকটবর্তী শহর | গোলাঘাট |
---|
আয়তন | ৯৭.১৫ |
---|
স্থাপিত | ২০০৩ |
---|
কর্তৃপক্ষ | প্যারামিটার সঠিক করা হয়েছে |
---|
নামবর-দৈগ্রুং অভয়ারণ্য (অসমীয়া: নামবর-দৈগ্রুং অভয়ারণ্য) আসামের গোলাঘাট জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি গরমপানি বন্যপ্রাণ অভয়ারণ্য ও নামবর অভয়ারণ্যের সহিত ২০০৩ সনের ১৭ এপ্রিল তারিখে স্বীকৃতিপ্রাপ্ত কাজিরাঙা-কার্বি আংলং হস্তি প্রকল্পের অন্তর্ভুক্ত।
ইতিহাস
এই অঞ্চলটিকে ২০০৩ সনে বন্যপ্রানী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে[১]।
ভৌগোলিক বিবরণ
নামবর-দৈগ্রুং অভয়ারণভের আয়তন প্রায় ৯৭.১৫ কি:মি:[২]। এটি গোলাঘাট থেকে ২৫কি:মি: দূরত্বে অবস্থিত[৩]।
প্রাণীকুল
স্তন্যপায়ী প্রাণী
হাতি, আসামি বানর, মুখপোড়া হনুমান, বারশিঙ্গা, চিতাবাঘ, বনরুই, পাতিশিয়াল, সম্বর হরিণ, প্যারা হরিণ, উল্লুক, লাল বান্দর, মায়া হরিণ ইত্যাদি।[৪]
পাখি
বাদি হাঁস, কাও ধনেশ, এশীয় শামুকখোল[৪] ইত্যাদি।
সরীসৃপ
কাছিম, পাইথন[৪] ইত্যাদি।
আরও দেখুন
তথ্যসূত্র
|
---|
জাতীয় উদ্যান | | |
---|
অভয়ারণ্য | |
---|
প্রস্তাবিত অভয়ারণ্য | |
---|
পাখি উদ্যান | |
---|