গ্যাংস অব ওয়াসেপুর (মূল: Gangs of वासेपुर) হল অনুরাগ কশ্যপ পরিচালিত ২০১২ সালের দুই খণ্ডের ভারতীয় হিন্দি ভাষার ডার্ক কমেডি অপরাধ চলচ্চিত্র। এটি রচনা করেছেন কশ্যপ ও জেশান কাদরি। এটি ধনবাদের কয়লা মাফিয়া এবং তিনটি পরিবারের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, রাজনীতি ও প্রতিশোধ নিয়ে আবর্তিত। ১৯৪১ সালে থেকে ২০০৯ সালের ঘটনাবলি নিয়ে এই দুই খণ্ডের ব্যাপ্তি ৬৮ বছর। এই দুই খণ্ডের তারকাবহুল অভিনয়শিল্পীদলে রয়েছেন মনোজ বাজপেয়ী, নওয়াজুদ্দীন সিদ্দিকী, ঋচা চড্ডা, হুমা কুরেশী, ও তিগমাংশু ধুলিয়া।
অনুরাগ এক অনুষ্ঠানে উল্লেখ করেন যে ২০০৮ সালের তামিল চলচ্চিত্র সুব্রামণিয়াপূরম তার এই চলচ্চিত্রের মূল অনুপ্রেরণণা। দুটি খণ্ড একক চলচ্চিত্র হিসেবে ধারণ করা হলেও এর মোট দৈর্ঘ্য হয় ৩১৯ মিনিট।[২][৩][৪] এবং ২০১২ সালে কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইটে সম্পূর্ণ প্রদর্শিত হয়।[৫] কোন ভারতীয় প্রেক্ষাগৃহ পাঁচ ঘণ্টার চলচ্চিত্র প্রদর্শন করবে না, তাই এটি দুই খণ্ডে ভাগ করে মুক্তি দেওয়া হয়।