ঋচা চড্ডা (জন্ম: ১৮ই ডিসেম্বর ১৯৮২) হলেন একজন ভারতীয়বলিউডঅভিনেত্রী, যিনি হিন্দি ছবিতে কাজ করেন।[৪]ওয়ে লাকি! ওয়ে লাকি! নামক হাস্যরসাত্মক চলচ্চিত্রের ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক করার পরে তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রের পার্শ্ব চরিত্রে অভিনয়ের কাজ করেছিলেন।[৫] অতঃপর তিনি গ্যাংস্টার বিষয়ক চলচ্চিত্র গ্যাংস অব ওয়াসেপুর (২০১২)-এর একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন; যেখানে তিনি একজন গুন্ডার মারমুখো এবং অত্যন্ত কটুভাষী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তাকে ফিল্মফেয়ার পুরস্কার প্রদান করা হয়েছিল।[৬] অতঃপর ২০১৩ সালে তিনি গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা নামক একটি হিন্দি চলচ্চিত্রের একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন; যেখানে তিনি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন। এই চলচ্চিত্রটি তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে অন্যতম সফল একটি চলচ্চিত্র।
২০১৫ সালে ঋচা মসান নামক একটি নাট্যধর্মী চলচ্চিত্রে নৈমিত্তিক যৌনতায় লিপ্ত হওয়ার পরে ধরা পড়া একটি মেয়ের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলে এই চলচ্চিত্রটি সকলের নজরে আসে এবং সকলেই এই চলচ্চিত্রের প্রশংসা করেছিল।[৯] এই চলচ্চিত্র রিচার অভিনয় জীবনের একটি মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকে এবং এটির মাধ্যমে তিনি হিন্দি চলচ্চিত্র জগতে নিজের জন্য একটি শক্ত ভিত তৈরি করেছেন বলে অনুমান করা হয়ে থাকে।[১০] হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রিচা মঞ্চ নাটকেও কাজ করেছেন, তাঁর মঞ্চ নাটকের কাজগুলোর মধ্যে ট্রিভিয়াল ডিজাস্টার (২০১৪) নামক নাটকটি উল্লেখযোগ্য; যেখানে তিনি দিল্লি ভিত্তিক একজন বিবাহিত মহিলার চরিত্রে অভিনয় করেছেন।
২০১৬ সালের মে মাসে ঋচা এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন যে, তিনি বেশ কয়েক বছর ধরে বুলিমিয়া (একটি খাওয়ার ব্যাধি) রোগে ভুগছিলেন[১১] এবং তিনি ক্লিনিকাল মনোরোগ বিশেষজ্ঞের কাছ থেকে পেশাদার সহায়তা পাওয়ার পরে সুস্থ হয়ে উঠেছিলেন।[১২]পিতৃতন্ত্র, নারী বিদ্বেষ এবং বিনোদন ক্ষেত্রে 'পুরুষ দৃষ্টিকোণ'-এর বিস্তারে তাঁর খাওয়ার ব্যাধিটিকে চিহ্নিত করে তিনি অন্যান্য মহিলাকে তাদের নিজের খাওয়া (পুরুষতন্ত্র-প্ররোচিত) এবং মানসিক ব্যাধি নিয়ে জনসমক্ষে প্রচার করার আহবান জানিয়েছিলেন এবং এই রকম ব্যাধিগুলো বাড়ার উপায়গুলো ধ্বংসের আহবান জানিয়েছিলেন।[১৩][১৪] এছাড়াও ২০১৬ সালের মে মাসে রিচাকে আত্মজীবনীমূলক চলচ্চিত্র সরবজিতে অভিনয় করতে দেখা গিয়েছিল, যেখানে তিনি সরবজিতের স্ত্রী সুখপ্রীত কৌরের চরিত্রে অভিনয় করেছিলেন। এই চলচ্চিত্রটি বক্স অফিসে খুব একটা ভাল ফলাফল বয়ে আনতে পারেনি এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া অর্জন করেছিল। রিচা এই চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্য সেরা সহায়ক অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তিনি ২০১৭ সালের কৌতুক বিষয়ক চলচ্চিত্র ফাকরে রিটার্নস-এ ভোলি পাঞ্জাবান নামক চরিত্রে অভিনয় করেছিলেন;[১৫] যা সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া অর্জনের পাশাপাশি বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করেছিল।
↑'+relativeTime_tweet(this.created_at)+' (২০১২-১১-৩০)। "Richa Chadda At Her Candid Best!"। Magnamags.com। ২০১২-০৯-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৬।