গোপাল আচার্য

গোপাল আচার্য ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।

জন্ম

গোপাল আচার্যের জন্ম ১৯১১ সালে। তাঁর পিতার নাম অম্বিকা আচার্য।

বিপ্লবী কর্মকাণ্ড

গোপাল যোগ দিলেন 'অনুশীলন সমিতি'তে। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং ম্যাট্রিক পরীক্ষায় ৪টি পত্র পেয়েছিলেন। আঠারবাড়ী মেইল অ্যাকশনে গ্রেপ্তার হওয়ার আগে তিনি অনেক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন। ১৯৩১ সালের সেপ্টেম্বরে আঠারবাড়ি মেল অ্যাকশনে গোপালকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং আন্দামানে নির্বাসিত করা হয়।[][]

কারাগারে যাবজ্জীবন

১৯৩৩ সালের মে মাসে সেলুলার জেলে ৪৫ দিন এবং ১৯৩৭ সালের জুলাই মাসে ৩৭ দিনের জন্য দুটি অনশন ধর্মঘটে তিনি অংশ নিয়েছিলেন। ১৯৩৭ সালে তাকে দেশে ফিরিয়ে আনা হয় এবং মুক্তি দেওয়া হয়। ১৯৪০ সালের জুন মাসে তিনি কলকাতায় বহিষ্কৃত হন। ১৯৪০ সালের জুলাই থেকে ১৯৪২ সালের জুলাই মাস পর্যন্ত তিনি আবার ভারত প্রতিরক্ষা বিধির অধীনে গ্রেপ্তার ও আটক ছিলেন। মোট কারাদণ্ডের মেয়াদ ছিল আট বছরেরও বেশি।

তথ্যসূত্র

  1. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ২২১-২২২।
  2. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৪৭৪, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!