পান্নিপিটিয়া এলাকার ধর্মপাল বিদ্যালয়ে অধ্যয়ন করেন।[১] পরবর্তীতে মর্যাদাশীল রয়্যাল কলেজ কলম্বোতেও পড়াশোনা করেন তিনি। এ সময় তিনি রয়্যাল-থোমিয়ান দলের হয়ে ক্রিকেট খেলেন।[২] ওয়েয়াম্বা ক্রিকেট দলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণের পাশাপাশি দলের প্রতিনিধিত্বকারী অন্যান্য দলেও খেলে থাকেন।[৩] সাম্প্রতিককালে রাজস্থান রয়্যালসের হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। গুরুতর আঘাতপ্রাপ্ত উইকেট-কিপার দীনেশ চন্ডিমালের অনুপস্থিতিজনিত কারণে ১৩ জানুয়ারি, ২০১৩ তারিখে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার।