ইব্রাহিম খান সঞ্জরানি দুর্গ (বেলুচি :چکانسوری کلات অথবা ابراهیمخان سنجرانی کلات) আফগানিস্তানের নিমরুজ প্রদেশের চখনসুর জেলায় অবস্থিত। দুর্গটির ৪০০ বছরের ইতিহাস রয়েছে বলে মনে করা হয়।[১][২] এটি চখনসুর দুর্গ নামেও পরিচিত।[৩]
ইতিহাস
দুর্গটি সঞ্জরানি সরদারদের অধিকারে আছে।[৩] দুর্গে ইব্রাহিম খান সানজরানি বালুচ এবং আবদুর রহমান খানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। ইব্রাহিম খান পরাজিত হন এবং আফগান গভর্নর ফারাহ দুর্গটি দখল করেন।[২] দুর্গের অনেক অংশ ভাঙনের কারণে ভেঙ্গে পড়েছে এবং ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। [১]
তথ্যসূত্র