পাবলিক ডোমেইন বা সার্বজনীন অধিজগৎ বলতে সে সমস্ত কাজকে বুঝায় যার একচেটিয়ামেধাস্বত্ত্ব অধিকারের মেয়াদ শেষ[১] বা বাজেয়াপ্ত[২] অথবা অপ্রযোজ্য হয়েছে।[৩] উদাহরণস্বরূপ, শেক্সপিয়ার ও বিটোভেনের কাজ, এবং চলচ্চিত্র ইতিহাসের শুরুর দিকের অধিকাংশ নির্বাক চলচ্চিত্র, সমস্ত বর্তমানে পাবলিক ডোমেইনের অধীনে, এবং স্বত্বাধিকার আইন কার্যকরের পূর্বে সৃষ্ট সকল কাজসমূহ এর আওতায় পড়ে।[১]