ইংল্যান্ড

ইংল্যান্ড

England
Vertical red cross on a white background
পতাকা
ইংল্যান্ডের
জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় সঙ্গীত: "গড সেইভ দ্য কুইন"

 ইংল্যান্ড-এর অবস্থান (inset — orange) যুক্তরাজ্য (camel) ইউরোপে (white)
 ইংল্যান্ড-এর অবস্থান (inset — orange)
যুক্তরাজ্য (camel)

ইউরোপে (white)

অবস্থাদেশ
রাজধানী
ও বৃহত্তম নগরী বা বসতি
লন্ডন
৫১°৩০′ উত্তর ০°৭′ পশ্চিম / ৫১.৫০০° উত্তর ০.১১৭° পশ্চিম / 51.500; -0.117
জাতীয় ভাষাইংরেজি
অন্যান্য ভাষাকর্নিশ
নৃগোষ্ঠী
(২০১১)
জাতীয়তাসূচক বিশেষণইংরেজ
সরকারযুক্তরাজ্যের রাজতন্ত্রের অংশ
• রাজতন্ত্রী
তৃতীয় চার্লস
• প্রধানমন্ত্রী
ঋষি সুনক
আয়তন
• ভূমি
১,৩০,২৭৯ কিমি (৫০,৩০১ মা)[]
জনসংখ্যা
• ২০১৪ আনুমানিক
৫,৪৩,১৬,৬০০ ([])
• ২০১১ আদমশুমারি
৫৩,০১২,৪৫৬
• ঘনত্ব
৪০৬.৯/কিমি (১,০৫৩.৯/বর্গমাইল)
জিডিপি (মনোনীত)২০০৯ আনুমানিক
• মোট
$২.৬৮ ট্রিলিয়ন
• মাথাপিছু
$৫০,৫৬৬
মুদ্রাপাউন্ড স্টার্লিং (£) (GBP)
সময় অঞ্চলইউটিসি০ (GMT)
• গ্রীষ্মকালীন (ডিএসটি)
ইউটিসি+১ (BST)
কলিং কোড+৪৪
ইন্টারনেট টিএলডি.uk
স্টোনহেঞ্জ, ইংল্যান্ডে অবস্থিত একটি নিওলিথিক স্মৃতিস্তম্ভ

ইংল্যান্ড (ইংরেজি: England) যুক্তরাজ্যের অন্তর্গত একটি দেশ[][] এর পশ্চিমে ওয়েলস, উত্তরে স্কটল্যান্ড, উত্তর-পশ্চিমে আইরিশ সাগর ও দক্ষিণ-পশ্চিমে কেল্টীয় সাগর অবস্থিত। পূর্বদিকে উত্তর সাগর ও দক্ষিণদিকে ইংলিশ চ্যানেল ইংল্যান্ডকে ইউরোপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে। এর জনবসতি সমগ্র যুক্তরাজ্যের লোকসংখ্যার ৮৩% এবং দেশটি গ্রেট ব্রিটেন দ্বীপের দুই-তৃতীয়াংশ এবং শতাধিক ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। ইংল্যান্ডের রাজধানী লন্ডন ইউরোপের অন্যতম বৃহৎ নগর ও অর্থনৈতিক কেন্দ্র।

প্রশাসনিক অঞ্চলসমূহ

নাম জনসংখ্যা আয়তন (বর্গ কিমি) বৃহত্তম শহর
নর্থ ইস্ট ২,৫৯৬,৮৮৬ ৮,৫৯২ নিউক্যাসল আপন টাইন
নর্থ ওয়েস্ট ৭,০৫২,১৭৭ ১৪,১৬৫ ম্যানচেস্টার
ইয়র্কশায়ার এন্ড দি হাম্বার ৫,২৮৩,৭৩৩ ১৫,৪২০ লিডস
ওয়েস্ট মিডল্যান্ডস ৫,৬০১,৮৪৭ ১৩,০০০ বার্মিংহাম
ইস্ট মিডল্যান্ডস ৪,৫৩৩,২২২ ১৫,৬২৭ লেইসেস্টার
ইস্ট অফ ইংল্যান্ড ৫,৮৪৬,৯৬৫ ১৯,১২০ নরউইচ
সাউথ ওয়েস্ট ৫,২৮৮,৯৩৫ ২৩,৮২৯ ব্রিস্টল
সাউথ ইস্ট ৮,৬৩৪,৭৫০ ১৯,০৯৫ সাউথাম্পটন
লন্ডন ৮,১৭৩,৯৪১ ১,৫৭২ লন্ডন

খেলাধুলা

বিশ্ব ক্রীড়াঙ্গনে ইংল্যান্ডের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বহু খেলার উৎপত্তিস্থল এই দেশ। এখানে ফুটবলক্রিকেট বিশেষ জনপ্রিয়।

ওয়েম্বলি স্টেডিয়াম এর প্রধান ফুটবল স্টেডিয়াম , আসন সংখ্যা ৯০,০০০ যা ইউরোপের স্টেডিয়ামগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম (প্রথম স্থানে থাকা ন্যু ক্যাম্পের পরেই) এবং সব আসন ঢাকার সুবিধাযুক্ত পৃথিবীর সর্ববৃহৎ স্টেডিয়াম। প্রিমিয়ার লিগ ইংল্যান্ডের পেশাদার ফুটবল ক্লাবের লিগ প্রতিযোগিতা।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ড বৈশ্বিকভাবে ক্রিকেটের আবাসভূমি নামে আখ্যায়িত । কাউন্টি চ্যাম্পিয়নশীপ ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ।

যোগাযোগ

লন্ডন হিথ্রো বিমানবন্দর এই দেশের মুখ্য আন্তর্জাতিক বিমানবন্দর

তথ্যসূত্র

  1. "2011 Census: KS201EW Ethnic group: local authorities in England and Wales"। Office for National Statistics। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৪ 
  2. Region and Country Profiles, Key Statistics and Profiles, October 2013, ONS. Retrieved 9 August 2015.
  3. "Annual Mid-year Population Estimates: 2014" 
  4. [১]
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০০৯ 


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!