ওয়েম্বলি স্টেডিয়াম

ওয়েম্বলি স্টেডিয়াম
মানচিত্র
অবস্থানযুক্তরাজ্য লন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য
মালিকদ্য ফুটবল অ্যাসোসিয়েশন
পরিচালকওয়েম্বলি ন্যাশনাল স্টেডিয়াম লিমিটেড
ধারণক্ষমতা
৯০,০০০[] (ফুটবল, রাগবি লীগ)
৭৫,০০০ আসন ও ১৫,০০০ দাঁড়ানো (কনসার্ট)
৬৮,৪০০ থেকে ৭২,০০০ (অ্যাথলেটিক্স)
উপরিভাগঘাস
নির্মাণ
কপর্দকহীন মাঠ২০০৩
চালু২০০৭
নির্মাণ ব্যয়পাউন্ড ৭৯৮ মিলিয়ন (২০০৭)
স্থপতিফস্টার এন্ড পার্টনার্সএইচওকে স্পোর্ট
ভাড়াটে
ইংল্যান্ড জাতীয় ফুটবল দল

ওয়েম্বলি স্টেডিয়াম একটি ফুটবল স্টেডিয়াম, যা ইংল্যান্ডের রাজধানী লন্ডনের ওয়েম্বলিতে অবস্থিত। এর আসন সংখ্যা ৯০,০০০ যা ইউরোপের স্টেডিয়ামগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম (প্রথম স্থানে থাকা ন্যু ক্যাম্পের পরেই) এবং সব আসন ঢাকার সুবিধাযুক্ত পৃথিবীর সর্ববৃহৎ স্টেডিয়াম।[] এটি চালু হবার পর থেকে একে "নতুন ওয়েম্বলি স্টেডিয়াম" নামে ডাকা হচ্ছে পুরাতন মূল ওয়েম্বলি থেকে পার্থক্য বোঝানোর জন্য।

পুরাতন ওয়েম্বলি স্টেডিয়াম (যার আসল নাম ছিল এম্পায়ার স্টেডিয়াম) পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফুটবল স্টেডিয়ামের মধ্যে একটি। এটি ছিল ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নিজস্ব মাঠ এবং ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এটি ফুটবলের জন্মভূমি নামেও পরিচিত। এটি ইউরোপীয়ান কাপ ফাইনাল আয়োজন করেছে রেকর্ড ৫ বারের মত এবং বিশ্বের যে সতেরটি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে তার একটি। ২০০৩ সালে সম্প্রসারনের উদ্দেশ্যে পুরাতন ওয়েম্বলি স্টেডিয়াম ভেঙ্গে ফেলা হয় এবং নতুন বর্তমান স্টেডিয়ামের কাজ শুরু করা হয়। ২০০৬ সালে স্টেডিয়ামটির কাজ শেষ হয়। তবে স্টেডিয়ামটি উদ্বোধন হয় ২০০৭ সালে এফএ কাপ ফাইনাল আয়োজনের মাধ্যমে। ২০০৭ সালের ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের চাবি ফুটবল এসোসিয়েশনের হাতে অর্পণ করা হয়।

ছবিঘর

তথ্যসূত্র

  1. Horne, John; Manzenreiter, Wolfram (১১ জানুয়ারি ২০১৩)। Japan, Korea and the 2002 World Cupআইএসবিএন 9781135140212 
  2. Lyles, Christopher (১৬ মে ২০০৭)। "Wembley: Facts and figures"The Daily Telegraph। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০ 
  3. "Presspack : Facts and Figures"। Wembley National Stadium Limited। ১৭ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!