আসাদ আলী

আসাদ আলী
ব্যক্তিগত তথ্য
জন্ম (১৯৮৮-১০-১৪) ১৪ অক্টোবর ১৯৮৮ (বয়স ৩৪)

সারগোদা, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিং ডানহাতি
বোলিং ডানহাতি ফাস্ট মিডিয়াম
ভূমিকা বোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
ওডিআই অভিষেক (ক্যাপ ১৯১) ২৬ মে ২০১৩ বনাম  আয়ারল্যান্ড
শেষ ওডিআই ২৪ জুলাই ২০১৩ বনাম  ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই শার্ট নং ৭২
টি২০ আই (ক্যাপ ৫৩) ২৮ জুলাই ২০১৩ বনাম  ওয়েস্ট ইন্ডিজ
শেষ টি২০ আই ২৪ আগস্ট ২০১৩  বনাম  জিম্বাবুয়ে
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০ আই এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ৮১ ৬০
রানের সংখ্যা ১৩ ৫৯৩ ১০০
ব্যাটিং গড় ৬.৬৬ ৮.৭২ ৬.৬৬
s১০০/৫০ ০/০ ০/১ ০/০
সর্বোচ্চ রান ১১ ৫৩ ২২
বল করেছে ১৮০ ২৪ ১৫,৭১১ ২,৯২৮
উইকেট 2 0 363 110
Bowling average 57.50 23.06 19.94
5 wickets in innings 0 24 0
10 wickets in match 0 6 0
Best bowling 1/22 7/42 4/14
Catches/stumpings 0/– 0/– 20/– 14/–
Source: ESPNCricinfo, 10 December 2013

আসাদ আলী (জন্ম ১৪ অক্টোবর ১৯৮৮) একজন আন্তর্জাতিক পাকিস্তানি ক্রিকেটার। ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের স্কোয়াডে নির্বাচিত হন। তিনি মূলতঃ একজন ডানহাতি ফাস্ট বোলার এবং ডানহাতি ব্যাট করেন। [] []

২০২২ সালের সাম্প্রতিক হিসাবে, আসাদ আলী আমেরিকায় ক্রিকেট খেলেন এবং ফিলাডেলফিয়া অঞ্চলের হয়ে প্রতিনিধিত্ব করেন।

তথ্যসূত্র

  1. "Pakistan drop Afridi, Umar Akmal"Cricinfo। ২৯ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৩ 
  2. "Efficient Pakistan ease to facile win"Cricinfo। ৩ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৩ 

বহিঃসংযোগ

  • Asad Ali at ESPNcricinfo

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!