সুওয়াইলাম আল মিনহালি|
পূর্ণ নাম |
সুওয়াইলাম আব্দুল্লাহ আওয়াজ সালমিন আল মিনহালি |
---|
জন্ম |
(2004-04-17) ১৭ এপ্রিল ২০০৪ (বয়স ২০) |
---|
জন্ম স্থান |
সৌদি আরব |
---|
উচ্চতা |
১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) |
---|
মাঠে অবস্থান |
রক্ষণভাগের খেলোয়াড় |
---|
|
বর্তমান দল |
আল ইত্তিহাদ |
---|
জার্সি নম্বর |
৩৭ |
---|
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:০২, ২৬ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
সুওয়াইলাম আব্দুল্লাহ আওয়াজ সালমিন আল মিনহালি (আরবি: سويلم المنهالي, ইংরেজি: Suwailem Al-Menhali; জন্ম: ১৭ এপ্রিল ২০০৪; সুওয়াইলাম আল মিনহালি নামে সুপরিচিত) হলেন একজন সৌদি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল ইত্তিহাদের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২২ সালে, সুওয়াইলাম সৌদি আরব অনূর্ধ্ব-২০ দলের হয়ে সৌদি আরবের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
সুওয়াইলাম আব্দুল্লাহ আওয়াজ সালমিন আল মিনহালি ২০০৪ সালের ১৭ই এপ্রিল তারিখে সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
সুওয়াইলাম সৌদি আরব অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ