ইগর করোনাদো
|
|
পূর্ণ নাম |
ইগর কাইকে করোনাদো |
---|
জন্ম |
(1992-08-18) ১৮ আগস্ট ১৯৯২ (বয়স ৩২) |
---|
জন্ম স্থান |
লোন্দ্রিনা, ব্রাজিল |
---|
উচ্চতা |
১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) |
---|
মাঠে অবস্থান |
মধ্যমাঠের খেলোয়াড় |
---|
|
বর্তমান দল |
আল ইত্তিহাদ |
---|
জার্সি নম্বর |
১০ |
---|
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:৫১, ২৬ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইগর কাইকে করোনাদো (পর্তুগিজ: Igor Coronado; জন্ম: ১৮ আগস্ট ১৯৯২; ইগর করোনাদো নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল ইত্তিহাদের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
প্রারম্ভিক জীবন
ইগর কাইকে করোনাদো ১৯৯২ সালের ১৮ই আগস্ট তারিখে ব্রাজিলের লোন্দ্রিনায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ