ব্রুনো এনরিকে
|
|
পূর্ণ নাম |
ব্রুনো এনরিকে কোরসিনি |
---|
জন্ম |
(1989-10-21) ২১ অক্টোবর ১৯৮৯ (বয়স ৩৫) |
---|
জন্ম স্থান |
আপুকারানা, ব্রাজিল |
---|
উচ্চতা |
১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) |
---|
মাঠে অবস্থান |
মধ্যমাঠের খেলোয়াড় |
---|
|
বর্তমান দল |
আল ইত্তিহাদ |
---|
জার্সি নম্বর |
১৯ |
---|
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:১১, ১১ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ব্রুনো এনরিকে কোরসিনি (পর্তুগিজ: Bruno Henrique; জন্ম: ২১ অক্টোবর ১৯৮৯; ব্রুনো এনরিকে নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল ইত্তিহাদের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
প্রারম্ভিক জীবন
ব্রুনো এনরিকে কোরসিনি ১৯৮৯ সালের ২১শে অক্টোবর তারিখে ব্রাজিলের আপুকারানায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ