Share to: share facebook share twitter share wa share telegram print page

শাহ

শাহ (ফার্সী: شاه) ফার্সী শব্দ। প্রাচীন পারসিক ভাষায় শব্দটির রুপ ছিল Xšâyathiya "রাজা" আর পারসিক ধর্মগ্রন্থ আবেস্তায় এর রুপ ছিল xšaΘra-, "রাজশক্তি বা সমরশক্তি"। প্রাচীন সংস্কৃত ভাষায় kṣatra (ক্ষত্র) মানে ও ছিল সমরশক্তি, ক্ষত্র থেকে ক্ষত্রিয় (যোদ্ধা) শব্দের উৎপত্তি হয়েছে।[] আধুনিক ফার্সী ভাষায় শাহ অর্থ বাদশাহ বা রাজা। ভারতবর্ষের সুলতানী আমলের শাসকেরা এবং মোগল শাসকেরা নিজেদের নামের সাথে শাহ পদবী ব্যবহার করতেন। এছাড়া সৈয়দ বংশের সুফি পীর, দরবেশদের নামের পদবীতে শাহ্ বহুল ব্যবহৃত হয়। সৈয়দ রা নাম সংক্ষিপ্ত করণের জন্য সৈয়দ এর পরিবর্তে শাহ্ লিখেন।পাকিস্তান ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে শাহ পদবী একটি উচ্চ সম্মানীয় পদবি। মধ্যযুগের ভারত বাংলাদেশ বেশিরভাগ শাহ্ পদবী যুক্ত মানুষেরা বিভিন্ন এলাকায় নিজস্ব বৈঠকখানা করে ইসলাম প্রচার করতে ভারত বাংলাদেশে আসেন। সেই সময়ে ইসলামিক শিক্ষা ব্যবস্থা মুসলিমদের না থাকায় তাঁরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে দিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে ইসলামী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন এবং দাওয়াত এর কাজ কাজ করেছিলেন।

শাহ্ পদবী যুক্ত বিখ্যাত ব্যক্তি

আরও দেখুন

তথ্যসূত্র

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya