খান বাহাদুর

খান বাহাদুর

১৯২৯ সনের ১৭ই জানুয়ারি আলওয়ার রাজ্যের ফতেহ নসীব খানকে প্রদত্ত “খান বাহাদুর” পদক
পুরস্কারদাতা দেশ
ধরন Civil decoration
যোগ্যতা সামাজিক সেবার জন্য মুসলিম কমনওয়েলথ সদস্য
পুরস্কৃত হওয়ার কারণ
মর্যাদা ১৯৪৭ এর পর পরিত্যক্ত
পরিসংখ্যান
শেষ পুরস্কৃত 1947
পূর্ববর্তী
সমমান রায় বাহাদুর (হিন্দুদের জন্য)

খান বাহাদুর (উর্দু: خان بهادر‎‎, হিন্দি: खान बहादुर) ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত একটি উপাধী। ভারতে ব্রিটিশ শাসনামলে সামাজিক ভালো কাজের স্বীকৃতস্বরূপ মুসলমানদেরকে এই উপাধী দেয়া হতো। হিন্দুদের জন্য একই শ্রেণীর সম্মানী-উপাধী ছিলো রায় বাহাদুর। মুসলমানদের জন্য খান বাহাদুর হতে নিম্ন পর্য্যায়ের উপাধী ছিলো খান সাহেব, আর হিন্দুদের জন্য রায় বাহাদুর হতে নিম্ন পর্য্যায়ের উপাধী ছিলো রায় সাহেব।[]

উল্লেখযোগ্য খান বাহাদুর উপাধিধারী

খান বাহাদুর আজিজ

উদ্দিন আহমেদ দেখুন

তথ্যসূত্র

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!