খান বাহাদুর
|
১৯২৯ সনের ১৭ই জানুয়ারি আলওয়ার রাজ্যের ফতেহ নসীব খানকে প্রদত্ত “খান বাহাদুর” পদক
|
পুরস্কারদাতা দেশ
|
ধরন
|
Civil decoration
|
যোগ্যতা
|
সামাজিক সেবার জন্য মুসলিম কমনওয়েলথ সদস্য
|
পুরস্কৃত হওয়ার কারণ
|
|
মর্যাদা
|
১৯৪৭ এর পর পরিত্যক্ত
|
পরিসংখ্যান
|
শেষ পুরস্কৃত
|
1947
|
পূর্ববর্তী
|
সমমান
|
রায় বাহাদুর (হিন্দুদের জন্য)
|
খান বাহাদুর (উর্দু: خان بهادر, হিন্দি: खान बहादुर) ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত একটি উপাধী। ভারতে ব্রিটিশ শাসনামলে সামাজিক ভালো কাজের স্বীকৃতস্বরূপ মুসলমানদেরকে এই উপাধী দেয়া হতো। হিন্দুদের জন্য একই শ্রেণীর সম্মানী-উপাধী ছিলো রায় বাহাদুর। মুসলমানদের জন্য খান বাহাদুর হতে নিম্ন পর্য্যায়ের উপাধী ছিলো খান সাহেব, আর হিন্দুদের জন্য রায় বাহাদুর হতে নিম্ন পর্য্যায়ের উপাধী ছিলো রায় সাহেব।[১]
উল্লেখযোগ্য খান বাহাদুর উপাধিধারী
খান বাহাদুর আজিজ
উদ্দিন আহমেদ দেখুন
তথ্যসূত্র