বাঙ্গাবাড়ী ইউনিয়ন

বাঙ্গাবাড়ী
ইউনিয়ন
বাঙ্গাবাড়ী বাংলাদেশ-এ অবস্থিত
বাঙ্গাবাড়ী
বাঙ্গাবাড়ী
বাংলাদেশে বাঙ্গাবাড়ী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫০′৫৮″ উত্তর ৮৮°১৭′৪৫″ পূর্ব / ২৪.৮৪৯৩৯৫° উত্তর ৮৮.২৯৫৭৯৯° পূর্ব / 24.849395; 88.295799
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচাঁপাইনবাবগঞ্জ জেলা
উপজেলাগোমস্তাপুর
সরকার
 • ধরনইউনিয়ন পরিষদ
 • চেয়ারম্যানমোঃ সাদিরুল ইসলাম (বাংলাদেশ আওয়ামী লীগ)
 • সচিবসঞ্জিব কুমার সাহা
আয়তন
 • মোট১৪.৭০ বর্গকিমি (৫.৬৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩০,২৮৮
 • জনঘনত্ব২,১০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ মান সময় (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৩২০
ওয়েবসাইটবাঙ্গাবাড়ী তথ্য বাতায়ন

বাঙ্গাবাড়ী ইউনিয়ন (ইংরেজি: Bangabari Union) গোমস্তাপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।

অবস্থান ও আয়তন

বাঙ্গাবাড়ী ইউনিয়ন এর দক্ষিণে মহানন্দা নদী এবং পশ্চিম ও উত্তর পশ্চিমে ভারতের মালদহ জেলা অবস্থিত। বাঙ্গাবাড়ী ইউনিয়ন এর পূর্ব দিকে আলীনগর ইউনিয়ন অবস্থিত। এছাড়াও উত্তর পূর্ব দিক দিয়ে পূণর্ভবা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এর আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)।

শিক্ষা

সরকারী তথ্যমতে এখানে ১৪ টি প্রাথমিক বিদ্যালয়, ৫ টি মাধ্যমিক বিদ্যালয়[], একটি উচ্চ মাধ্যমিক কলেজ, ১ টি কারিগরি কলেজ এবং ৩ টি মাদ্রাসা আছে।

প্রশাসনিক ব্যবস্থা

এটি মোট ১৯ টি গ্রাম এবং ৫ টি মৌজার সমন্বয়ে গঠিত।[] গ্রামগুলো হলোঃ

  • শিশাটোলা
  • সন্তোষপুর
  • দাঁড়ীপাতা
  • অজগরা
  • বাঙ্গাবাড়ী
  • ইসলামপুর
  • জোড়গাছিয়া
  • শিবরামপুর
  • কামাত সন্তোষপুর
  • যোগীবাড়ী
  • আনারপুর
  • মহানন্দাবাদ
  • বেগুনবাড়ী কাঁঠাল
  • বেগুনবাড়ী
  • ভবানীপুর
  • ব্রজনাথপুর
  • শ্যামপুর
  • চর শ্যামপুর
  • হঠাৎপাড়া
  • ছোট শ্যামপুর
  • পূর্ব ব্রজনাথপুর
  • পশ্চিম বাংগাবাড়ী
  • কাদিরপুর
  • ধুলাউড়ি
  • বটতলা পুকুর
  • তেলিপুকুর
  • পশ্চিম আনারপুর

উল্লেখযোগ্য ব্যক্তি

  • খালেদ আলী মিঞা - প্রাচীন রাজনীতিবিদ এবং স্বাধীন বাংলাদেশের নির্বাচিত এই ভুখন্ডের প্রথম সংসদ সদস্য
  • লোকমান হাকিম, সাবেক চেয়ারম্যান এবং শিক্ষা সংস্কারক।

ছবিঘর

তথ্যসূত্র

  1. Nahid Hossain। "বাঙ্গাবাড়ী ইউনুস স্মরনী স্কুল ও কলেজ - Bangabari Y. S. School & College - Education - Excellence - Success"বাঙ্গাবাড়ী ইউনুস স্মরনী স্কুল ও কলেজ - Bangabari Y. S. School & College। ১৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Bangabari Union - বাঙ্গাবাড়ী ইউনিয়ন"chapainawabganj.gov.bd। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৫ 

বহিসংযোগ

ভূগোল

বিখ্যাত মহানন্দা নদী দক্ষিণে এবং পশ্চিমে বাঙ্গাবাড়ী ইউনিয়নের সীমানা, বাঙ্গাবাড়ী ইউনিয়ন ভারতের সাথে একটি সীমানা ভাগ করে নিয়েছে।

অবকাঠামো

যোগাযোগ

বাঙ্গাবাড়ী-ভারত সীমান্তে টাঙ্গন নদী

বাঙ্গাবাড়ী ইউনিয়নে প্রধান সেলুলার নেটওয়ার্ক দ্বারা সেবা প্রদান করা হয়।কল করার জন্য ফোনও রয়েছে। ইন্টারনেট সেবাও রয়েছে।ডেটা ব্যান্ডউইথ দুর্বল।

স্বাস্থ্য সুবিধা

গ্রামে একজন চিকিৎসক এবং প্রাথমিক চিকিৎসার সহায়তায় একটি ছোট জনস্বাস্থ্য সুবিধা রয়েছে।

ভাষা

স্থানীয় লোকেরা বাংলায় কথা বলে।বিদ্যালয়গুলোতে বাংলা এবং ইংরেজি ভাষা শেখানো হয় এবং জনসংখ্যার শিক্ষিত অংশ ইংরেজিতে বুঝতে এবং কথা বলতে পারে।

আরো দেখুন

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!