বাঙ্গাবাড়ী ইউনিয়ন এর দক্ষিণে মহানন্দা নদী এবং পশ্চিম ও উত্তর পশ্চিমে ভারতের মালদহ জেলা অবস্থিত। বাঙ্গাবাড়ী ইউনিয়ন এর পূর্ব দিকে আলীনগর ইউনিয়ন অবস্থিত। এছাড়াও উত্তর পূর্ব দিক দিয়ে পূণর্ভবা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এর আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)।
শিক্ষা
সরকারী তথ্যমতে এখানে ১৪ টি প্রাথমিক বিদ্যালয়, ৫ টি মাধ্যমিক বিদ্যালয়[১], একটি উচ্চ মাধ্যমিক কলেজ, ১ টি কারিগরি কলেজ এবং ৩ টি মাদ্রাসা আছে।
প্রশাসনিক ব্যবস্থা
এটি মোট ১৯ টি গ্রাম এবং ৫ টি মৌজার সমন্বয়ে গঠিত।[২]
গ্রামগুলো হলোঃ
শিশাটোলা
সন্তোষপুর
দাঁড়ীপাতা
অজগরা
বাঙ্গাবাড়ী
ইসলামপুর
জোড়গাছিয়া
শিবরামপুর
কামাত সন্তোষপুর
যোগীবাড়ী
আনারপুর
মহানন্দাবাদ
বেগুনবাড়ী কাঁঠাল
বেগুনবাড়ী
ভবানীপুর
ব্রজনাথপুর
শ্যামপুর
চর শ্যামপুর
হঠাৎপাড়া
ছোট শ্যামপুর
পূর্ব ব্রজনাথপুর
পশ্চিম বাংগাবাড়ী
কাদিরপুর
ধুলাউড়ি
বটতলা পুকুর
তেলিপুকুর
পশ্চিম আনারপুর
উল্লেখযোগ্য ব্যক্তি
খালেদ আলী মিঞা - প্রাচীন রাজনীতিবিদ এবং স্বাধীন বাংলাদেশের নির্বাচিত এই ভুখন্ডের প্রথম সংসদ সদস্য
লোকমান হাকিম, সাবেক চেয়ারম্যান এবং শিক্ষা সংস্কারক।
ছবিঘর
বাঙ্গাবাড়ী ইউনিয়ন এর ভিতর দিয়ে বয়ে চলা কাজল দিঘী
বাঙ্গাবাড়ীর বটতলায় প্রাচীন বটগাছ
বাঙ্গাবাড়ী সন্তোষপুর এ অবস্থিত চক্ষু হাসপাতাল
ভারত-বাংলাদেশ সীমান্তের বাঙ্গাবাড়ী ইউনিয়ন অংশে ট্যাংগন নদী