কসবা ইউনিয়ন বা ১নং কসবা ইউনিয়ন পরিষদ হল বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১]
অবস্থান ও আয়তন
কসবা ইউনিয়ন এর আয়তন ৬১.৪৪ বর্গ কি.মি.। এবং লোকসংখ্যা ৩৩১২৯ জন (প্রায়)।[২]
শিক্ষা
এই ইউনিয়নের মোট শিক্ষার হার – ৪৫.৫%।[৩] সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি, বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১২টি, উচ্চ বিদ্যালয়ঃ ৭টি ও মাদ্রাসা- ৬টি।
প্রশাসনিক ব্যবস্থা
কসবা ইউনিয়ন পরিষদ ভবন স্থাপন কাল ১৬ অক্টোবর ২০০৩। এখানকার গ্রামের সংখ্যা ৫২ টি এবং মৌজার সংখ্যা ৪১ টি।
তথ্যসূত্র
- ↑ "১নং কসবা ইউনিয়ন পরিষদ"। ১৮ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬।
- ↑ ২০১১ সালের আদম শুমারি
- ↑ ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী