দক্ষিণ মুম্বই,[১] যা দক্ষিণ বোম্বাই বা সোবো নামেও পরিচিত,[২]মুম্বই মহানগরের নগরকেন্দ্র ও দক্ষিণতম এলাকা। এটি কোলাবা থেকে মাহিম ও শিব অবধি বিস্তৃত এবং শহরের বিভিন্ন প্রধান বাণিজ্যিক এলাকা এর অন্তর্গত। ভৌগোলিকভাবে দক্ষিণ মুম্বই স্যালসেট দ্বীপের দক্ষিণতম অংশ নিয়ে গঠিত। এর পূর্বদিকে মুম্বই পোতাশ্রয় ও পশ্চিমে আরব সাগর।
১৯৭০-এর দশক থেকে জমি পুনরুদ্ধারের মাধ্যমে দক্ষিণ মুম্বইয়ের দক্ষিণতম অংশের আকার দ্বিগুণ করা হলেও বাণিজ্যিক এলাকাগুলো রিয়েল এস্টেটের তীব্র সমস্যার সম্মুখীন হয়েছে। যার ফলে এর রিয়েল এস্টেটের মূল্য বিশ্বের সর্বোচ্চ দশের অন্তর্গত। গড় মাথাপিছু আয়ের অনুপাত হিসাবে মুম্বইয়ের বাণিজ্যিক এলাকার রিয়েল এস্টেট বিশ্বের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল।[৪]