মুম্বইয়ের ভিক্টোরীয় গথিক ও দেকো শিল্প স্থাপত্য-সমাহার বা ভিক্টোরিয়ান গথিক অ্যান্ড আর্ট দেকো এনসেম্বল অব মুম্বই হল ১৯তম শতাব্দীর সরকারি ভিক্টোরীয় পুনরুজ্জীবন ও ২০তম শতাব্দীর বেসরকারি মুম্বাইয়ের দেকো শিল্প ভবনসমূহের একটি সংগ্রহ, যা মুম্বই ফোর্ট প্রিন্সেন্টের মধ্যে রয়েছে। মনোনয়নের লক্ষ্য হল মোট ৯৪ টি ভবনকে রক্ষা করা। এই সমাহারকে ২০১৮ খ্রিস্টাব্দে মানামায় অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির ৪২তম অধিবেশনে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল।[১][২]
অবস্থান
এই ভবনগুলি একটি বিশাল বিনোদন ক্ষেত্র "ওভাল ময়দান"-এর চারপাশে স্থাপন করা হয়েছিল, যা একসময় এসপ্ল্যানেড নামে পরিচিত ছিল। ওভাল পূর্বদিকে সরকারি ভিক্টোরীয় গথিক ভবন এবং পশ্চিম দিকে ব্যাক বে রিক্লামেশন ও মেরিন ড্রাইভের আর্ট ডেকো ভবন দ্বারা ঘেরা।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- মুম্বাইয়ের দেকো শিল্প ভবন (ফ্লিকার অ্যালবাম)