এলিফ্যান্টা গুহা হলো গুহা মন্দিরগুলির একটি সংগ্রহ যা প্রধানত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত ।[১][২][৩] তারা এলিফ্যান্টা দ্বীপে বা ঘরাপুরি (আক্ষরিক অর্থে "গুহাগুলির শহর") মুম্বাই হারবারে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই থেকে ১০ কিলোমিটার (6.2 মাইল) পূর্বে, জওহরলাল নেহরু বন্দর থেকে প্রায় ২ কিলোমিটার (1.2 মাইল) পশ্চিমে অবস্থিত । দ্বীপটিতে পাঁচটি হিন্দু গুহা, কয়েকটি বৌদ্ধ স্তূপ ঢিবি রয়েছে যা খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীর।[২][৪][৫] এখানে আরো জলের ট্যাঙ্ক সহ দুটি বৌদ্ধ গুহা রয়েছে।[৬][৭]
↑Dhavalikar, M. K. (Madhukar Keshav) (২০০৭)। Elephanta। Archaeological Survey of India। পৃষ্ঠা 75। আইএসবিএন9788190486606। There are remains of a brick built Buddhist stupa nearby which may belong to circa second century BC. Around it are seven smaller stupas, which may be votive.
↑James Burgess (some additions by Indraji) (১৮৭২)। "Elephanta"। Gazetter Government of Maharashtra। ২৫ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১০।