ছোট যমুনা নদী

ছোট যমুনা নদী
নওগাঁ জেলায় ছোট যমুনা নদী
নওগাঁ জেলায় ছোট যমুনা নদী
নওগাঁ জেলায় ছোট যমুনা নদী
দেশসমূহ বাংলাদেশ, ভারত
অঞ্চল রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ
জেলাসমূহ দিনাজপুর জেলা, জয়পুরহাট জেলা, নওগাঁ জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা
উৎস পার্বতীপুর উপজেলা
মোহনা আত্রাই নদী
দৈর্ঘ্য ৫৬ কিলোমিটার (৩৫ মাইল)

ছোট যমুনা নদী বাংলাদেশের উত্তরাংশের দিনাজপুর জেলা, জয়পুরহাটনওগাঁ এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৫৬ কিলোমিটার। নদীটির ফুলবাড়ি এলাকায় প্রস্থ ১০৫ মিটার এবং গভীরতা ৬ মিটার। নদী অববাহিকার আয়তন ১৬০ কিলোমিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ছোট যমুনা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৪৬।[][]

প্রবাহ

ছোট যমুনা নদী বাংলাদেশের পার্বতীপুর উপজেলার বড় চণ্ডীপুর বিল হতে উৎপত্তি লাভ করে দিনাজপুর জেলার পার্বতীপুর, ফুলবাড়ী, হাকিমপুর উপজেলাবিরামপুর উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে চৌঘরিয়া সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে।[] অতঃপর নদীটি দক্ষিণ দিনাজপুর জেলার আপ্তাই ও উজলের ভেতর দিয়ে পুনরায় বাংলাদেশের পাঁচবিবি উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি আরো দক্ষিণে দীর্ঘ পথ অতিক্রম করে আত্রাই উপজেলায় আত্রাই নদীতে মিলিত হয়েছে।

গুরুত্বপূর্ণ শহর

ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাটনওগাঁ পৌরসভা এই নদীর পাড়েই অবস্থিত।[][]

তথ্যসূত্র

  1. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পশ্চিমাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ১১৭-১১৮। আইএসবিএন 984-70120-0436-4 
  2. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ২০৫-২০৬।
  3. https://dhakamail.com/country/11066নিম্নলিপি

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!