নদীটির গভীরতা ৮.৫ মিটার। নদী অববাহিকার আয়তন ৮০ বর্গ কিলোমিটার। এই নদীতে সারা বছরই পর্যাপ্ত পানি থাকে। মার্চ-এপ্রিলে পানি থাকে ১ হাজার ৫০০ ঘন মিটার/সেকেন্ড। নদীটি বন্যাপ্রবণ হওয়ায় জুলাই-আগস্ট মাসে এর পরিমাণ দাঁড়ায় আরো বেশি। কয়রা নদী জোয়ার-ভাটা দ্বারা প্রভাবিত হয়।[২]
↑মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ২৫-২৬। আইএসবিএন984-70120-0436-4।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ISBN ত্রুটি উপেক্ষিত (link)
↑ কখগবাংলাদেশের নদীঃ মোকাররম হোসেন; পৃষ্ঠা ১৪০; কথাপ্রকাশ; দ্বিতীয় সংস্করণঃ আগস্ট ২০১৪