২০২২ পাপুয়া নিউ গিনি ত্রিদেশীয় সিরিজ (রাউন্ড ১১)

২০২২ পাপুয়া নিউ গিনি ত্রিদেশীয় সিরিজ
২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ
তারিখ৯ এপ্রিল ২০২২ – ১৬ এপ্রিল ২০২২
স্থানসংযুক্ত আরব আমিরাত
দলসমূহ
 ওমান  পাপুয়া নিউগিনি  স্কটল্যান্ড
অধিনায়কবৃন্দ
জিশান মাকসুদ আসাদুল্লাহ ভালা কাইল কুটজার
সর্বাধিক রান
জতিন্দর সিং (২৫৯) চার্লস আমিনি (১৪৮) রিচার্ড বেরিংটন (২৭০)
সর্বাধিক উইকেট
বিলাল খান (১৩) নরম্যান ভানুয়া (৫) গ্যাভিন মেইন (৯)

২০২২ পাপুয়া নিউ গিনি ত্রিদেশীয় সিরিজ ছিল ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ক্রিকেট টুর্নামেন্টের ১১শ পর্ব যা ২০২২ সালের এপ্রিল মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।[] সিরিজটি প্রাথমিকভাবে পাপুয়া নিউ গিনিতে আয়োজিত হওয়ার কথা থাকলেও ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে সিরিজটিকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে আসা হয়।[] সিরিজটি ছিল ওমান, পাপুয়া নিউ গিনিস্কটল্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ, এবং সিরিজের ম্যাচগুলো খেলা হয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে।[] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[][]

প্রাথমিকভাবে ২০২১ সালের এপ্রিল মাসে সিরিজটি আয়োজিত হওয়ার কথা ছিল।[] কিন্তু ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি কোভিড-১৯ মহামারির কারণে সিরিজটি স্থগিত করা হয়।[][]

দলীয় সদস্য

 ওমান[]  পাপুয়া নিউগিনি[১০]  স্কটল্যান্ড[১১]

ফিনলে ম্যাকক্রিথকে স্কটল্যান্ড দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১২]

সূচি

১ম ওডিআই

৯ এপ্রিল ২০২২
১৫:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৮৪/৩ (৫০ ওভার)
 পাপুয়া নিউগিনি
১২২ (৩৫.৫ ওভার)
রিচার্ড বেরিংটন ১১৪* (১২৭)
চাদ সোপার ১/৪০ (১০ ওভার)
সেসে বাউ ২৯ (৫৭)
গ্যাভিন মেইন ৪/২৬ (৫.৫ ওভার)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই

১০ এপ্রিল ২০২২
১৫:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২১৫ (৪৯.৪ ওভার)
 ওমান
২১১ (৪৯.৪ ওভার)
জর্জ মানসি ৬২ (৭৪)
ফাইয়াজ বাট ৩/৪৮ (৯ ওভার)
আয়ান খান ৬৮ (৭২)
আদ্রিয়ান নিল ৩/৩২ (৯.৪ ওভার)
স্কটল্যান্ড ৪ রানে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও রাশিদ রিয়াজ (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: আদ্রিয়ান নিল (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

১২ এপ্রিল ২০২২
১৫:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
২২৪/৯ (৫০ ওভার)
 ওমান
২২৭/৩ (৪৪.১ ওভার)
চার্লস আমিনি ৫৯ (৭৭)
বিলাল খান ৩/৩৯ (১০ ওভার)
জতিন্দর সিং ১১৮* (১১৬)
সেমো কামেয়া ২/৩৬ (৮ ওভার)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই

১৩ এপ্রিল ২০২২
১৫:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৮৭/৫ (৫০ ওভার)
 পাপুয়া নিউগিনি
১৬৪ (৩৬.২ ওভার)
কাইল কুটজার ৭৪ (১০১)
চাদ সোপার ২/৬০ (১০ ওভার)
টনি উরা ৪৭ (৪৯)
গ্যাভিন মেইন ৫/৫২ (৯.২ ওভার)
স্কটল্যান্ড ১২৩ রানে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও বুদ্ধি প্রধান (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্যাভিন মেইন (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গ্যাভিন মেইন (স্কটল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৩]

৫ম ওডিআই

১৫ এপ্রিল ২০২২
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওমান 
২২৫/৭ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
২২৬/৮ (৪৯.৫ ওভার)
কাশ্যপ প্রজাপতি ৮১ (১০৬)
মাইকেল লিস্ক ৩/৩৫ (১০ ওভার)
রিচার্ড বেরিংটন ৭৩ (১১০)
কলিমুল্লাহ ৩/৪৫ (১০ ওভার)
স্কটল্যান্ড ২ উইকেটে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও রাশিদ রিয়াজ (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্ক ওয়াট (স্কটল্যান্ড)
  • ওমান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ক্রিস্টোফার ম্যাকব্রাইড (স্কটল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।

৬ষ্ঠ ওডিআই

১৬ এপ্রিল ২০২২
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওমান 
২৭৭/৮ (৫০ ওভার)
 পাপুয়া নিউগিনি
১৯২ (৪৪.৩ ওভার)
চার্লস আমিনি ৬০ (৯২)
বিলাল খান ৫/৫৪ (১০ ওভার)
  • ওমান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "ICC Men's Cricket World Cup League 2, supported by Dream 11, resumes this week in UAE"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২২ 
  2. "ICC announce CWCL2 fixtures for 2022"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২২ 
  3. "ICC Men's Cricket World Cup League 2 series announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯ 
  4. "Namibia crowned ICC World Cricket League Division 2 champions with victory over Oman"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯ 
  5. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  6. "Men's Cricket World Cup 2023 qualifying matches rescheduled"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০ 
  7. "Three Men's Cricket World Cup League 2 series postponed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২১ 
  8. "Covid-19 forces postponement of three men's World Cup League 2 series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২১ 
  9. @TheOmanCricket (৮ এপ্রিল ২০২২)। "Squad : Zeeshan Maqsood (captain), Jatinder Singh, Kashyapkumar Prajapati, Shoaib Khan, Mohammad Nadeem, Mohammad Naseem (W/K), Ayaan Khan, Nester Dhamba, Khawar Ali, Fayyaz Butt, Kaleemullah, Suraj Kumar (W/K), Bilal Khan, Sandeep Goud" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  10. "PNG Cricket announce men's squads for tours of UAE and Nepal"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২২ 
  11. "Men's squad for CWCL2 series in Dubai announced"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২২ 
  12. "Scotland announce Men's squad for CWCL2 Series in Dubai"ক্রিকেট ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২২ 
  13. "Scotland Win 3rd Match in CWCL2"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!