মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (মারাঠি: महाराष्ट्र क्रिकेट असोसिएशन स्टेडियम) ভারতের পুণে শহর থেকে ২৮ কিমি উত্তর-পশ্চিমে অবস্থিত একটি ক্রিকেট স্টেডিয়াম। এতে ৩৭,৪০৬ দর্শকের ধারণ ক্ষমতা আছে। এই স্টেডিয়াম হওয়ার পর একটিই ওয়ান ডে ম্যাচ আয়োজন করেছিল। ম্যাচটি হয়েছিল ২০১৩ সালের ১৩ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে।