সূচীর প্রথম খেলায় ওমান, পাপুয়া নিউ গিনিকে ৪ উইকেটে হারিয়ে ওডিআইয়ে তাদের প্রথম জয় তুলে নেয়।[৬] আয়োজক স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় খেলায়ও ওমান বিজয়ী হয়।[৭] পরের খেলায় স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনিকে ৩ উইকেট হারিয়ে,[৮] অধিনায়ক কাইল কোয়েতজার ৯৬ রানের অসাধারণ ইনিংস খেলে জয়ী হয়।[৯] চতুর্থ খেলায় স্কটল্যান্ড ওমানকে ৮৫ রানে পরাজিত করে।[১০] স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনির মধ্যকার ৫ম খেলাটি স্থানীয় ক্যান্সার চ্যারিটির ফান্ড প্রবৃদ্ধির জন্য ব্যবহার করা হয়,[১১] এবং স্কটল্যান্ড ম্যাচটি ৩৮ রানে জিতে সিরিজে তাদের তৃতীয় জয় নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ চলে আসে।.[১২] ৬ষ্ঠ ও শেষ ম্যাচটিতে ওমান জয় লাভ করলেও নেট রান রেট এর কারণে স্কটল্যান্ডের পিছে পড়ে যায়।