এই নিবন্ধটি ইংরেজি ভাষায় লেখা হয়েছে। নিবন্ধটি যদি ইংরেজি ভাষার ব্যবহারকারীদের উদ্দেশ্যে লেখা হয়ে থাকে তবে, অনুগ্রহ করে নিবন্ধটি ঐ নির্দিষ্ট ভাষার উইকিপিডিয়াতে তৈরি করুন। অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তালিকা দেখুন এখানে।
২০১৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (সংক্ষিপ্তভাবে আইপিএল ৯ বা ভিভো আইপিএল ২০১৬) হল আইপিএলের নবম আসর, যা পেশাদার টুয়েন্টি২০ লিগ প্রতিযোগিতা হিসাবে ২০০৭ সালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কর্তৃক চালু হয়। টুর্নামেন্টি ২০১৬ সালের ৯ এপ্রিল থেকে ২৯ মে পর্যায়ে অনুষ্ঠিত হয়। এ মৌসুমে রাজকোট ও পুনে ভিত্তিক দুটি নতুন দল গুজরাত লায়ন্স ও রাইসিং পুনে সুপারজায়ান্টস অংশগ্রহণ করে। তারা চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস এর পরিবর্তে খেলেছে, যারা দুই বছর (২০১৭ সাল পর্যন্ত) জন্য বহিষ্কৃত হয়েছে।
২৯ মে বেঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে পরাজিত করে সানরাইজার্স হায়দ্রাবাদ ভিভো আইপিএলের শিরোপা প্রথমবারের মত অর্জন করে। সানরাইজার্স হায়দ্রাবাদের বেন কাটিং ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
টেমপ্লেট:২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল
টেমপ্লেট:২০১৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব