২০১২ ইউএস ওপেন - পুরুষদের দ্বৈত টেনিস প্রতিযোগিতার বিজয়ী বব ব্রায়ান ও মাইক ব্রায়ান সেমিফাইনালে লিয়েন্ডার পেজ ও রাদেক স্তেপানেকের নিকট পরাজিত হন। পেজ ও স্তেপানেক ফাইনালে আলেকজান্ডার পেয়া ও ব্রুনো সোর্সকে পরাজিত ৬-১ ৬-৩ ফলাফলে পরাজিত করে খেতাব জিতে নেন।